নতুন 5G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি ObePlus এর, মিড রেঞ্জ বাজেটে আসছে Nord CE

টেক কোম্পানি ওয়ানপ্লাস সম্পর্কে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে কোম্পানি তাদের মিড রেঞ্জ ক‍্যাটাগরির 5জি ফোনে কাজ করছে। এতদিন লিকে বলা হয়েছে ফোনটি OnePlus Nord N11 5G নামে পেশ করা হবে। কিন্তু এবার নতুন লিক থেকে জানা গেছে ফোনটির নাম রাখা হবে OnePlus Nord CE 5G। একজন জনপ্রিয় টিপস্টার জানিয়েছেন, কোম্পানি তাদের আগামী মিড রেঞ্জ 5জি স্মার্টফোন OnePlus Nord CE 5G নামে লঞ্চ করবে এবং এই ফোনের ফিচার কিছুটা OnePlus Nord N10 5G এর মতো হবে। চলুন জানা যাক এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কি জানা গেছে।

OnePlus Nord CE 5G

এর আগে বিভিন্ন লিক রিপোর্টে বলা হয় এই আপকামিং ফোনটি OnePlus Nord N11 5G এবং OnePlus Nord N20 5G নামে লঞ্চ করা হবে। এখন স্পষ্ট জানা গেছে এই আগামী ফোনটি OnePlus Nord CE 5G নামে পেশ করা হবে। যদিও কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটি সম্পর্কে কিছু জানা যায়নি।

টিপস্টার এই আগামী ফোনটি সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেননি। ডিভাইসটি সম্পর্কে অনলাইন থেকেও কিছু জানা যায়নি। তবে নতুন লিক সামনে আসায় বোঝা যাচ্ছে OnePlus Nord CE 5G ফোনটি মার্কেটে OnePlus Nord N10 5G এর স্থান দখল করবে। OnePlus Nord N10 5G ফোনটি ইউরোপ ও উত্তর আমেরিকার মার্কেটে লঞ্চ করা হয়েছিল। তবে মনে করা হচ্ছে OnePlus Nord CE 5G ফোনটি ভারতেও লঞ্চ পেশ করা হবে।

OnePlus Nord N10 5G

কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord N10 5G তে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.49 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি একটি 5জি স্মার্টফোন যা অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে অক্সিজেন ওএসে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 690 চিপসেট যোগ করা হয়েছে। আন্তর্জাতিক মার্কেটে ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনটির মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য OnePlus Nord N10 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ম‍্যাক্রো ও একটি মোনোক্রোম লেন্স যোগ করা হয়েছে। এই সেন্সরগুলির মেগাপিক্সেল ক্ষমতা সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া সেলফির জন্য OnePlus Nord N10 5G তে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ব্র‍্যাপ চার্জ 30টি টেকনিকযুক্ত 4,300 এম‌‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here