Home খবর মাত্র 9999 টাকা দামে ভারতে লঞ্চ হল Oppo A18, রয়েছে 8GB পর্যন্ত RAM এবং 5000mAh ব্যাটারি

মাত্র 9999 টাকা দামে ভারতে লঞ্চ হল Oppo A18, রয়েছে 8GB পর্যন্ত RAM এবং 5000mAh ব্যাটারি

Highlights

Oppo তাদের ‘এ’ সিরিজের পরিধি বিস্তার করে ভারতের বাজারে Oppo A18 স্মার্টফোন লঞ্চ করেছে। মনে করিয়ে দিই কিছু দিন আগে এই ফোনটি ইউএই এর বাজারে পেশ করা হয়েছিল। ভারতে এই ফোনের স্পেসিফিকেশন ইউএই এর মডেলের মতোই রাখা হয়েছে। ফোনটি মাত্র 9,999 টাকা দামে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo A2x এবং Oppo A2m এর ছবি, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

Oppo A18 এর দাম এবং সেল

Oppo A18 এর ডিজাইন

Oppo A18 ফোনটিতে 2D ডিজাইন যোগ করা হয়েছে। ফোনটি গ্লোয়িং ব্লু এবং গ্লোয়িং ব্ল্যাক কালার অপশনে পেশ করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এই ফোনের ওজন মাত্র 188 গ্রাম। আরও পড়ুন: Jio ইউজারদী জন্য সুখবর! চুপিসারে আম্বানি পেশ করল নতুন OTT সহ প্রিপেইড প্ল্যান

Oppo A18 এর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন