লঞ্চ হল OPPO A33, এই সস্তা ফোনে আছে 5000mAh ব‍্যাটারী, 90Hz ডিসপ্লে ও কোয়াড রেয়ার ক‍্যামেরা

টেক কোম্পানি ওপ্পো আজ গ্লোবাল মার্কেটে একটি নতুন মিড বাজেট স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনটি তাদের ‘এ’ সিরিজে OPPO A33 নামে লঞ্চ করা হয়েছে। বড় ব‍্যাটারী, লার্জ ডিসপ্লে ও সুন্দর লুকের সঙ্গে এই ফোনটি আপাতত ইন্দোনেশিয়াতে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে সেল করা হবে। তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে ভারতে কবে OPPO A33 লঞ্চ করা হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই নতুন ফোনটির সমস্ত বিশেষত্ব।

আরও পড়ুন: কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Vivo V20, লঞ্চ হতে পারে 12 অক্টোবর

OPPO A33

কোম্পানির পক্ষ থেকে OPPO A33 ফোনটি 1520 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে এবং সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লে তিন দিক বেজল লেস এবং নিচের দিকে চিন পার্ট রয়েছে। স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত।

কোম্পানি তাদের OPPO A33 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করেছে যা কালার ওএস 7.2 তে কাজ করে। এছাড়া এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেটে রান করে। ইন্দোনেশিয়াতে ফোনটি 4 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে। তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনটির মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: Google Pixel 5 লঞ্চের আগেই জানা গেল এর অফিসিয়াল দাম, জেনে নিন কবে লঞ্চ ও প্রাইস

ফোটোগ্রাফির জন্য OPPO A33 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এছাড়া সেলফির জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

OPPO A33 ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম অডিও জ‍্যাকসহ অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO A33 তে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 4GB RAM, 6.8 inch পাঞ্চ হোল ডিসপ্লে, কোয়াড ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন

দাম

ইন্দোনেশিয়াতে OPPO A33 ফোনটি 4 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরিসহ Rp 2,299,000 অর্থাৎ প্রায় 11,300 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Moonlight Black ও Mint Cream কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ভারতে কবে OPPO A33 ফোনটি লঞ্চ করা হবে সেবিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here