কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Vivo V20, লঞ্চ হতে পারে 12 অক্টোবর

আমরা এই মাসের শুরুতেই জানিয়েছিলাম টেক কোম্পানি ভিভো ভারতে তাদের ‘ভি’ সিরিজের পোর্টফোলিও আরও বড় করার পরিকল্পনা করছে এবং তাই তারা ‘Vivo V20’ সিরিজ লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন আন্তর্জাতিক মার্কেটে এই সিরিজের Vivo V20, Vivo V20 SE এবং Vivo V20 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার এই সিরিজ ভারতে আসার জন্য প্রস্তুত। ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে এই সিরিজের Vivo V20 ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। যার ফলে আরও নিশ্চিত হ‌ওয়া গেছে যে শীঘ্রই কোম্পানি ভারতে তাদের Vivo V20 সিরিজ পেশ করতে চলেছে।

আরও পড়ুন: Google Pixel 5 লঞ্চের আগেই জানা গেল এর অফিসিয়াল দাম, জেনে নিন কবে লঞ্চ ও প্রাইস

ইতিমধ্যে ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে Vivo V20 ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। ওয়েবসাইটের প্রোডাক্ট সেগমেন্টে ‘V20’ লিখে সার্চ করলে ফোনটির প্রোডাক্ট পেজ থাম্বনেইল ভিউতে দেখা যাচ্ছে। এখানে Vivo V20 এর নামের পাশাপাশি ফোনটির ফোটোও শেয়ার করা হয়েছে। তবে এতে ক্লিক করলে 404 এরর দেখাচ্ছে। তবুও এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতে খুব তাড়াতাড়ি Vivo V20 লঞ্চ হতে চলেছে। জানিয়ে রাখি এই খবর লেখার সময় পর্যন্ত প্রোডাক্ট সেগমেন্টে Vivo V20 SE বা Vivo V20 Pro স্মার্টফোনের নাম দেখা যায়নি।

Vivo V20 এর লিস্টিং দেখে ভারতে ফোনটির লঞ্চ সম্পর্কে তো নিশ্চিত হ‌ওয়া যাচ্ছেই, এছাড়াও আশা করা হচ্ছে কোম্পানি এই ফোনটির সঙ্গে ভিভো ভি20 এস‌ই এবং ভিভো ভি20 প্রো ফোনগুলিও লঞ্চ করবে। অন‍্যদিকে টেক ওয়েবসাইট এম‌এসপি আজ তাদের রিপোর্টে জানিয়েছে আগামী 12 অক্টোবর ভারতে Vivo V20 সিরিজ লঞ্চ করা হবে এবং এর জন্য 3 অক্টোবর থেকে।ভিভো প্রমোটার্সদের ট্রেনিং শুরু হয়ে যাবে। আশা করা হচ্ছে কোম্পানি দূর্গাপূজার আগেই তাদের নতুন ফোনের সেল শুরু করে দেবে।

আরও পড়ুন: 4GB RAM, 6.8 inch পাঞ্চ হোল ডিসপ্লে, কোয়াড ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন

Vivo V20 সিরিজ

Vivo V20 Pro ফোনটি 5জির সঙ্গে সঙ্গে 4জি ভোএলটিইও সাপোর্ট করে। থাইল্যান্ডে ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে THB 14,999 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 35,000 টাকার কাছাকাছি। ফোনটি Midnight Jazz, Moonlight Sonata ও Sunset Melody কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

অন‍্যদিকে মালয়েশিয়াতে Vivo V20 SE ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে এবং সেখানে ফোনটি RM 1,199 থামে লঞ্চ করা হয়েছে, অর্থাৎ ভারতীয় টাকায় এই দাম প্রায় 22,000 টাকার কাছাকাছি। ফোনটি Oxygen Blue ও Gravity Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here