1,000 টাকা সস্তা হল 4,230 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত OPPO A5s, জেনে নিন নতুন দাম

OPPO এই বছর ভারতীয় বাজারে তাদের “এ” সিরিজে OPPO A1k ও OPPO A5s স্মার্টফোন লঞ্চ করেছিল। এই দুটি স্মার্টফোন গত এপ্রিল মাসে ভারতীয় মার্কেটে লঞ্চ করা হয়েছে যা লো বাজেটে সেল করা হয়। কোম্পানি OPPO A5s ফোনটি 2 জিবি র‍্যামের সঙ্গে 32 মেমরি, 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরির তিনটি ভেরিয়েন্টে পেশ করেছিল। গত মাসে কোম্পানি ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমিয়ে দিয়েছিল, এবার কোম্পানি ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টের‌ও দাম কমিয়ে দিয়েছে।

আরও পড়ুন : এখন কল করার পর মাত্র একটি ম‍্যাসেজ পাঠিয়ে BSNL গ্ৰাহকরা পেতে পারেন ক‍্যাশব‍্যাক, জেনে নিন পদ্ধতি

কোম্পানির পক্ষ থেকে OPPO A5s এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। OPPO A5s এর এই ভেরিয়েন্টটি কোম্পানির পক্ষ থেকে 9,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, কিন্তু এবার প্রাইস কাটের পর এই ভেরিয়েন্টটি মাত্র 8,990 টাকার বিনিময়ে কেনা যাবে। OPPO A5s ফোনটি অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন মার্কেট ও রিটেইল স্টোরেও সেল করা হয়।

ফোনটির অন‍্যান‍্য ভেরিয়েন্টের মধ্যে OPPO A5s এর 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,490 টাকার বিনিময়ে কেনা যায় এবং ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্টটি গত মাসে প্রাইস কাটের পর থেকে 10,990 টাকা দামে সেল করা হয়। OPPO A5s ফোনটি রেড, ব্ল‍্যাক, গ্ৰিন ও গোল্ড কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

আরও পড়ুন : মাত্র 17 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Xiaomi স্মার্টফোন, কোম্পানি লঞ্চ করল 100W চার্জিং টেকনোলজি

ডিজাইন

Oppo A5S ফোনটি কোম্পানির পক্ষ থেকে বেজল লেস ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে ইউ শেপের ছোট নচ দেওয়া হয়েছে। ফোনটির তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে। Oppo A5S এর ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে বাঁদিক ঘেঁষে হরাইজন্টাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত।

স্পেসিফিকেশন

Oppo A5S ফোনটিতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে যা 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এতে অ্যান্ড্রয়েড 8.1 অরিওযুক্ত কালার ওএস 5.2 দেওয়া হয়েছে যা মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। ফোনটির তিনটি ভেরিয়েন্টের স্টোরেজই মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন : Reliance Jio সেপ্টেম্বরে পেল 69 লক্ষ নতুন গ্ৰাহক, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

ফোটোগ্ৰাফির জন্য Oppo A5S এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে এতে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাকআপের জন্য Oppo A5S এ 4,230 এমএএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here