8 GB RAM এর সঙ্গে OPPO A92 এবং 6 GB RAM এর সঙ্গে চলে এল OPPO A52, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে

টেক কোম্পানি OPPO কয়েক দিন আগে আন্তর্জাতিক মঞ্চে তাদের ‘এ’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন ডিভাইস OPPO A12e পেশ করেছে। 4,230 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল ক‍্যামেরাওয়ালা এই বাজেট ক‍্যাটাগরির ফোনটি আপাতত ভিয়েতনামে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে সেল করা হবে। এবার আমরা কোম্পানির এই সিরিজের‌ই আরও দুটি নতুন ফোন সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। ওপ্পো এ সিরিজের এই আগামী ফোনদুটির নাম যথাক্রমে OPPO A92 এবং OPPO A52। স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে বলার আগে জানিয়ে রাখি এই দুটি ফোন‌ই গুগল প্লে কনসোলে লিস্টেড করে দেওয়া হয়েছে এবং এখান থেকে এগুলির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

আরও পড়ুন: 32 MP ডুয়েল সেলফি ক‍্যামেরা, 8 GB RAM এবং 4500 mAh ব‍্যাটারীর সঙ্গে আন্তর্জাতিক স্তরে লঞ্চ হল Vivo V19, প্রতিযোগিতার মুখে Xiaomi

OPPO A92

গুগল প্লে কনসোলে OPPO A92 ফোনটি OP4C72L1 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটির স্ক্রিন রেজলিউশন 2400 × 1080 পিক্সেল। এখানে ফোনটিতে ব‍্যবহৃত ডিসপ্লের সাইজ সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি তবে জানা গেছে এই স্ক্রিন 480 ppi সাপোর্ট করবে। প্লে কনসোলে বলা হয়েছে OPPO A92 তে 8 জিবি র‍্যাম থাকবে।

তবে মনে করা হচ্ছে কোম্পানি তাদের এই ফোনটি একটির বেশি ভেরিয়েন্টে লঞ্চ করবে। গুগল প্লে কনসোলের তথ্য অনুযায়ী OPPO A92 ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এ কাজ করবে। লিস্টিং থেকে আরও জানা গেছে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করবে। এক‌ইভাবে হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ দেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: Exclusive: লঞ্চের আগেই দেখে নিন Honor Play 4T এবং Play 4T Pro এর ফুল স্পেসিফিকেশন

OPPO A52

OPPO A52 ফোনটির স্পেসিফিকেশন অনেকটা OPPO A92 এর মতোই। এই ফোনটির মডেল নাম্বার বলা হয়েছে OP4C77L1। লিস্টিং অনুযায়ী এই ফোনটির স্ক্রিন রেজলিউশন 2400 × 1080 পিক্সেল। এই ফোনটির‌ও ডিসপ্লে সাইজ সম্পর্কে কিছু জানা যায়নি তবে এই ফোনের স্ক্রিন ডেনসিটি হবে 480 ppi। লিস্টিং থেকে জানা গেছে OPPO A52 তে 6 জিবি র‍্যাম দেওয়া হবে।

লিস্টিং অনুযায়ী OPPO A52 অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এ কাজ করবে। লিস্টিং থেকে আরও জানা গেছে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করবে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ দেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: 12 GB RAM এর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল OnePlus 8 Pro, ভারতে লঞ্চ হবে 14 এপ্রিল

OPPO A12e

ভিয়েতনামে OPPO A12e ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 6.2 ইঞ্চির এইচডি+ ওয়াইড নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 এস‌ওসিতে রান করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানি তাদের OPPO A12e ফোনটি কালার ওএস 5.1 যুক্ত অ্যান্ড্রয়েড 8 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO A12e ফোনটিতে 4,230 এম‌এএইচ ব‍্যাটারী আছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। এই ফোনে মিউজিক পার্টি ফাংশন আছে যার সাহায্যে ইউজার নিজের বন্ধুদের সঙ্গে এক‌ই গান নিজেদের ফোনে বাজাতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here