5,999 টাকা দামে 15 মে থেকে বিক্রি হবে 13 মেগাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Realme C2, প্রতিযোগিতার মুখে রেডমি

Realme গত মাসে ভারতীয় বাজারে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে Realme 3 Pro ও Realme C2 পেশ করা হয়েছিল। Realme 3 Pro 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং Realme C2 লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির প্রাথমিক দাম রাখা হয় 5,999 টাকা। Realme 3 Pro লঞ্চের পর ভারতে এর সেল করা হলেও এখন‌ও পর্যন্ত Realme C2 এর সেল করা হয়নি। কিন্তু এবার Realme C2 এর‌ও সেল আয়োজন করা হয়েছে। রিয়েলমির এই সস্তা স্মার্টফোন আগামী 15 মে থেকে ফ্লিপকার্টে সেল করা হবে।

অনবদ্য সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে আগামী 28 মে ভারতে লঞ্চ হবে Oppo Reno, জানালো কোম্পানি

Realme C2 এর সেল করার জন্য কোম্পানি শপিং সাইট ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়েছে। ফ্লিপকার্টে Realme C2 এর জন্য প্রোডাক্ট পেজ বানিয়ে দেওয়া হয়েছে। এই পেজে 15 মে তারিখের সঙ্গে দুপুর 12টা সময়ের উল্লেখ করা আছে। প্রসঙ্গত Realme C2 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 2 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 5,999 টাকা দামে এবং 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 7,999 টাকা দামে পেশ করা হয়েছে।

Realme C2
রিয়েলমির এই সস্তা স্মার্টফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে যা 6.1 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। Realme C2 তে কালার ওএস 6.0 যুক্ত অ্যান্ড্রয়েড 9 পাইসহ পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশন টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে।

Realme X এর অফিসিয়াল পোস্টার হলো লঞ্চ, এতে থাকবে পপ আপ সেলফি ক‍্যামেরা

আগেই বলা হয়েছে Realme C2 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি ইন্টারনাল মেমরি আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। দুটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য Realme C2 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেল প্রাইমারি ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য Realme C2 তে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

এক্সক্লুসিভ : পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা Huawei P Snart Z আসতে চলেছে ভারতে, অসাধারণ এর ফিচার

Realme C2 একটি 4জি এলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য এতে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। তবে Realme C2 তে ফেস আনলক ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে মাইক্রোইউএসবি 2.0 পোর্টের সঙ্গে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

হিন্দিতে পড়ার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here