OPPO F19 কেনার আগে জেনে নিন এই 5টি কমতি, কোনখানে থেকে গেল এই ফোনটি পিছনে

OPPO আজকে ইন্ডিয়াতে নিজের ‘এফ’ সিরিজের নতুন ডিভাইস OPPO F19 লঞ্চ করল। এটি এই সিরিজের তৃতীয় ফোন আর এর আগে কোম্পানি ভারতে OPPO F19 Pro আর OPPO F19 Pro Plus স্মার্টফোন লঞ্চ করেছে। ওপ্পো এফ19 সিরিজ এর সবচেয়ে ছোট আর সবচেয়ে সস্তা মডেল যেটি 18,999 টাকা দামে বাজারে আনা হয়েছে। এই ফোনের সেল আগামী 9এপ্রিল থেকে শুরু হবে। যদি আপনি এই ফোনটিতে ইন্টেরেস্টেড আর ওপ্পো এফ19 নেওয়ার প্ল‍্যানিং করছেন তাহলে তার আগে আমরা এই ফোনে থাকা 5টি এমন কথা বলেছি যা ফোনটি কেনার আগে একবার অবশ্যই চিন্তা করতে বাধ্য করে।

ডিসপ্লে সঙ্গ দেয় না

OPPO F19 এ 2400 × 1080 পিক্সেল রেজিউলেশনের 6.4 ইঞ্চির ফুল‌এইচডি+ পাঞ্চহোল ডিসপ্লে তে লঞ্চ করা হয়েছে যা সুপার এমোলেড প‍্যানেলে তৈরি এবং 60হার্টজ রিফ্রেশ রেট এ কাজ করে। আজকে 15,000 টাকা পর্যন্ত বাজেটে 90হার্টজ ডিসপ্লের স্মার্টফোন সেলের জন্য উপলব্ধ এমতাবস্থায় ওপ্পো এফ19 এ 60 হার্টজ রিফ্রেশ রেট কম বলে গন‍্য করা হচ্ছে। এই ফোন এর স্ক্রিন টু বডি রেশিও 90.8 শতাংশ এবং লুক অ্যাট্রাক্টিভ আর খুবই সুন্দর।

সেল্ফি খুব একটা ভালো না

ওপ্পো এফ19 স্মার্টফোন এ পাঞ্চহোল ডিজাইন এর সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে যা এফ/2.4 অ্যাপার্চার এর সাথে আসে। ওপ্পোর স্মার্টফোন সুন্দর সেল্ফি এর জন্য জানা যায়। এমতাবস্থায় মোবাইল ইউজার্স দের আশা ছিল যে OPPO F19 তেও বড়ো মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যাবে কিন্তু এরকম হবে না। আবার গত বছর লঞ্চ হ‌ওয়া OPPO F17 এও 16 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছিল, এইরকম অবস্থায় ওপ্পো এফ19 এ কিছু আপগ্রেড এর আশা করা হচ্ছিল।

রিয়ার ক‍্যামেরা তেও কমতি

OPPO F19 এ ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেট‌আপে লঞ্চ করা হয়েছে যাতে এফ/1.7 অ্যাপার্চার এর 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর‌ই সাথে ফোনে এফ/2.4 অ্যাপার্চার এর 2মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর এতো অ্যাপার্চার এর 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স সাপোর্ট করে। কোয়াড ক‍্যামেরা ছর ট্রেন্ড এ তিনটি সেন্সর যেখানে কম লাগে আবার ফোনে আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ও কমতি দেখা যায়। এর‌ই সাথে ম‍্যাক্রো লেন্স আর ডেপ্থ সেন্সর এ বেশি মেগাপিক্সেলের শক্তি থাকলে ভালো হতো।

পুরোনো প্রসেসর

ওপ্পো তার এই লেটেস্ট স্মার্টফোন কে কোয়ালকোম এর স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে লঞ্চ করেছে। ফোনটি যতই নতুন হোক কিন্তু ফোনে থাকা চিপসেট পুরোনো। স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট বাজারে এসে এক বছর হয়ে গেছে আর ‘এফ’ সিরিজের আগের ফোন OPPO F17 এও এই চিপসেট দেখা গিয়েছিল। শুধু এটুকুই না ওপ্পো এফ17 এ গ্রাফিক্স এর জন‍্য দেওয়া অ্যাড্রিনো জিপিইউ 610 কেও OPPO F19 এ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানেও নতুনত্ব নেই।

দাম

OPPO F19 ইন্ডিয়াতে 6জিবি র‍্যাম মেমরিতে লঞ্চ হয়েছে যা 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের দাম 18,999 টাকা যা স্পেসিফিকেশন্সের হিসেবে একটু বেশি মানা হচ্ছে। 6জিবি র‍্যাম, 16 এমপি সেল্ফি ক‍্যামেরা আর স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটের ফোনের জন্য এই দাম অতিরিক্ত। 15,000 টাকা বাজেট পর্যন্ত ওপ্পো এফ19 কে ভালো পছন্দ মানা যেতে পারে কিন্তু 18,999 টাকা দাম বাজেটে অনেকটাই বেশি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here