Oppo Inno Day 2021 ইভেন্টের দ্বিতীয় দিনে কোম্পানি নিজের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Oppo Find N এর লঞ্চ করেছে। ওপ্পোর এই ফোল্ডেবেল স্মার্টফোনটিকে অন্যান্য প্রিমিয়াম ডিভাইসের মতোই ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন্সের সাথে পেশ করা হয়েছে। ওপ্পো নিজের ফোল্ডেবেল স্মার্টফোনে সবচেয়ে বেশি ফোকাস করেছে হিঞ্জে, যাতে এই স্মার্টফোনের ডিসপ্লেতে ক্রিজ না দেখা যায়। স্যামসাংকে উত্যক্ত করার জন্য ওপ্পো এই ফোল্ডেবেল ফোনের ক্রিজটিকে TUV Rheinland থেকে সার্টিফাইড করেছে। এই আর্টিকেলে আমরা আপনাকে Oppo Find N ফোল্ডেবেল স্মার্টফোনের সম্পর্কে ডিটেইলে বলতে চলেছি।
Oppo Find N: স্পেসিফিকেশন্স
Oppo Find N ফোল্ডেবেল স্মার্টফোনটিকে Qualcomm Snapdragon 888 SoC চিপসেটের সাথে পেশ করা হয়েছে। ওপ্পোর এই স্মার্টফোনটিকে 12GB র্যাম এবং 512GB স্টোরেজ সাপোর্ট দেওয়া হয়েছে। ওপ্পোর এই ফোনটিকে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টেও পেশ করা হয়েছে। ওপ্পোর এই ফোল্ডেবেল ফোনটিকে 4,500mAh ব্যাটারি এবং 33W SuoerVOOC ফাস্ট চার্জিং সহ পেশ করা হয়েছে। কোম্পানি দাবি করে জানিয়েছে যে এই ফোনটি মাত্র 30 মিনিটেই 55 শতাংশ চার্জ হয়ে যাবে। আবার 70 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। এর সাথেই এই ফোনটি 15W AirVOOC ওয়ারলেস চার্জিংও সাপোর্ট করে এবং ফোনটি 10W রিভার্স ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।
Oppo Find N ফোল্ডেবেল ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা পাওয়ার বাটনে এম্বেডেড করা আছে। ছি ফোল্ডেবেল ফোনটিতে Dolby Atmos সহ ডুয়াল স্পীকার সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP Sony IMX766 সেন্সর যুক্ত, যার সাথে 26MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং 13MP টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেল্ফির জন্য পাঞ্চহোল ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 5G এর জন্য Airtel এই কোম্পানির সাথে মিলিয়েছে হাত, এবার মুশকিলে পড়তে চলেছে Jio
Oppo Find N ফোল্ডেবেল ফোনটির আউটার ডিসপ্লে 5.49 ইঞ্চির, যার আস্পেক্ট রেশিও 18:9। এটি অন্যান্য কম্প্যাক্ট স্মার্টফোনের ডিসপ্লের মতোই। আবার Find N এর প্রধান ডিসপ্লেটি 7.1-ইঞ্চির E5 ডিসপ্লে প্যানেল, যার রিফ্রেশরেট 120Hz (এডাপ্টিভ) এবং আস্পেক্ট রেশিও 8.4:9। Oppo এর ফোল্ডেবেল ফোনটির জন্য কাস্টম ‘Flexion’ হিঞ্জ ডিজাইন করা হয়েছে যা 50 এবং 120 ডিগ্রীর মাঝে যেকোনো জায়গায় এডজাস্ট করা যাবে, যাতে ফোন থেকে ভিডিও কল এবং ফোটোগ্রাফি করা যায়।
Oppo নিজের এই ফোল্ডেবেল স্মার্টফোনের জন্য কাস্টম সফ্টওয়্যার ডিজাইন করেছে, যার সাহায্যে ইউজাররা আউট ডিসপ্লে থেকে ইনার ডিসপ্লেতে খুব সহজেই সুইচ করতে পারে। এর সাথেই এই স্প্লিট স্ক্রিনটি অ্যাপ ভিউ এবং অন্যান্য টাস্ক শো করতে সক্ষম। ওপ্পো জানিয়েছে যে এই ফোল্ডিং ডিসপ্লেতে আল্ট্রা-থিন গ্লাসের ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: 120KM রেঞ্জ সহ লঞ্চ হল নতুন Electric Scooter, জেনে নিন এই স্কুটারের সম্পর্কে সম্পূর্ণ তথ্য
Oppo Find N: দাম
Oppo Find N ফোল্ডেবেল ফোনটির 8GB র্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 7,699 RMB (প্রায় 92,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এর সাথেই এই ফোনের 12GB র্যাম এবং 512GB ভেরিয়েন্টটিকে 8,999 RMB (প্রায় 1.07 লাখ টাকা) দামে পেশ করা হয়েছে। ওপ্পোর এই ফোল্ডেবেল ফোনটির প্রি-বুকিং চিনে শুরু হয়ে গেছে। ফোনটির বিক্রি আগামী 23 ডিসেম্বর থেকে শুরু হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন