OPPO এর Find সিরিজের হেড ঝোউ ইবাও তাঁর মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে আপকামিং Find N5 ফোল্ডবল স্মার্টফোনের টিজার জারি করে দিয়েছে। সম্প্রতি Find N5 স্মার্টফোনের IP রেটিং এবং পাতলা ডিজাইন সম্পর্কে জানানো হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Oppo Find N5 স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে বলে জানানো হয়েছে। নতুন টিজার এবং অন্যান্য ফিচারের সঙ্গে আপকামিং ফোল্ডবল স্মার্টফোনটি আগের মডেলের চেয়েও গুরুত্বপূর্ণ আপগ্রেড সহ লঞ্চ করা হবে।
OPPO Find N5 এর ওয়্যারলেস চার্জিং স্পীড
- OPPO Find N5 ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। এই ফোনে 50W হাই চার্জিং স্পীড দেওয়া হবে।
- এতে Huawei Mate X6 এবং Honor Magic V3 ফোনের সমান স্পীড পাওয়া যাবে। যা ওয়্যারলেস চার্জিঙে 50W স্পীড সাপোর্ট করে।
- আপকামিং OPPO Find N5 স্মার্টফোনটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডবল ফোন হতে পারে। বিশেষ করে যেসব বাজারগুলিতে Mate X6 এবং Magic V3 ফোনটি সেল করা হয় না, সেখানে আপকামিং ফোনটি দ্রুত ওয়্যারলেস চার্জিং স্পীড সহ সেল করা হবে।
- Samsung Galaxy Z Fold 6 ফোনের ওয়্যারলেস চার্জিং স্পীড 15W এবং Google Pixel 9 Pro Fold ফোনের ওয়্যারলেস চার্জিং স্পীড 7.5W রয়েছে।
- ঝোউ ইবাও এর বক্তব্য অনুযায়ী ফোনটি ইন-কার ওয়্যারলেস চার্জিঙের সঙ্গে সামঞ্জস্য রাখবে।
- এই কমেন্টের উত্তর দিতে গিয়ে ঝোউ ইবাও জানিয়েছেন Find N5 ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে, এর মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে। তবে এর স্পীড সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
- ওয়্যারলেস চার্জিং Find N5 ফোনের জন্য একটি বড় আপগ্রেড হতে চলেছে, কারণ আগের মডেলের এই ফিচার ছিল না।
- আপকামিং Oppo Find N5 ফোনটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডবল স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি আনফোল্ড অবস্থায় 4.4mm এবং ফোল্ডবল অবস্থায় 9.4mm চেয়েও পাতলা হবে বলে আশা করা হচ্ছে।
এটি জার্মানের Honor Magic V3 ফোনের রেকর্ড। এই ফোনটি IPX9 সার্টিফিকেশন এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড সহ লঞ্চ করা হবে। ফোনটিতে 7-কোর Snapdragon 8 Elite প্রসেসর, 16GB RAM, এবং 80W ওয়্যার চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।
আগামী মাসে চীনে স্পিরিং ফেস্টিবেলের পর OPPO Find N5 ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই গ্লোবাল বাজারে উপস্থিত OnePlus Open 2 ফোনের রিব্র্যান্ড হিসেবে পেশ করা হবে। মনে করিয়েদিই Find N3/OnePlus Open ফোনটির দাম CNY 9,999 অর্থাৎ প্রায় 1,39,999 টাকা রাখা হয়েছিল।