OPPO Find X8 Mini ফোনটি সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। গত মাসে চীনে OPPO Find X8 এবং Find X8 Mini Pro লঞ্চের পর এবার এই ফোনটিও খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। এর সঙ্গে OPPO Find X8 Ultra ফোনটিও 2025 সালের প্রথম কোয়ার্টারে লঞ্চ হতে পারে। নতুন মিনি ভার্সন মডেলটি Find X8 সিরিজের অধীনেই পেশ করা হয়েছে এবং এই ফোনটিকে সম্প্রতি লঞ্চ করা Vivo X200 Pro Mini ফোনের সঙ্গে প্রতজগিতায় নামতে হবে।
OPPO Find সিরিজ
OPPO Find সিরিজ কোম্পানির একটি ফ্ল্যাগশিপ সিরিজ। এই সিরিজের ফোন মূলত ক্যামেরা এবং হাই লেভেল পারফরমেন্সের জন্য তৈরি করা হয়েছে। OPPO Find X2 এর পর আবার কোম্পানি ভারতে OPPO Find X8 লঞ্চ করার প্রস্ততি নিচ্ছে। তবে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি।
OPPO Find X8 Mini
চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন পোস্ট করে জানিয়েছেন OPPO তাদের Find X সিরিজের ফ্ল্যাগশিপ সিরিজের ফোনে কাজ করছে এবং এই ফোনটি OPPO Find X8 Mini নামে পেশ করা হতে পারে। এই ফোনটি OPPO Find X8 Ultra ফোনটির সঙ্গেই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনের হার্ডওয়্যার সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এই ফোনের স্ক্রিন সাইজ কম্প্যাক্ট হবে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OPPO Find X8 Mini বা OPPO Find X8 Ultra স্মার্টফোন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এই সিরিজে OPPO Find X8, Find X8 Pro, Find X8 Mini বা Find X8 Ultra সহ মোট চারটি ফোন পেশ করা হতে পারে।
OPPO Find X8 Mini এবং Vivo X200 Pro Mini ফোনের প্রতিদ্বন্দিতা
চীনে OPPO Find X8 Mini ফোনটি Vivo X200 Pro Mini স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। গত অক্টোবর মাসে Vivo X200 Pro Mini ফোনটি লঞ্চ হয়েছিল এবং এটি মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 চিপসেট সহ প্রথম ফোন। এতে 6.3 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
Vivo X200 Pro Mini ফোনে 1TB পর্যন্ত স্টোরেজ রয়েছে। এই ফোনে 90W ওয়্যার্ড এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,700mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 50-মেগাপিক্সেল প্রাইমারি, আলট্রা ওয়াইড ও পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে এবং সেলফির জন্য রয়েছে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
OPPO Find X8 সিরিজেও মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 চিপসেট রয়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছে এই দুটি ফোনের মধ্যে কড়া প্রতিদ্বন্দিতা দেখা যাবে। আগামী কিছু দিনের মধ্যেই OPPO Find X8 Mini ফোনটি সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।