ভারতে এলো Realme X! পপ আপ সেলফি ক‍্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 8 জিবি র‍্যামের সঙ্গে দাম শুরু মাত্র 16,999 টাকা থেকে

Realme গত মাসে জানিয়ে দিয়েছিল কোম্পানি ভারতে তাদের প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Realme X আনতে চলেছে। আজ দীর্ঘ প্রতিক্ষার পর কোম্পানি ফ‍্যানদের খুশি করে এই স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। অসাধারণ লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত Realme X ইন্ডিয়ান টেক মার্কেটে চলে এসেছে। এই ফোনটি 16,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 24 জুলাই থেকে ফ্লিপকার্টে সেল করা হবে।

বজায় আছে Xiaomi এর প্রতিপত্তি, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে গেল Redmi 7A

ডিজাইন
Realme X এর সবচেয়ে বড়ো বিশেষত্ব এই ফোনটির লুক ও এর ডিজাইন। এটি কোম্পানির প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরা সাপোর্টেড স্মার্টফোন। এতে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর কোনো ফিজিক্যাল বাটন বা নচ নেই। Realme X এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতদিন রিয়েলমি ফোনের ক্ষেত্রে রেয়ার ক‍্যামেরা বাঁদিকে দেওয়া হলেও এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর দেওয়া হয়েছে।

Realme X এর লেয়ার ক‍্যামেরা সেট‌আপ ফ্ল‍্যাশ লাইটযুক্ত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি বরং তার বদলে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। Realme X এর ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। এক‌ই ভাবে ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট ও স্পীকার অবস্থিত।

সস্তা স্মার্টফোন বেচার প্রস্তুতি নিচ্ছে এই কোম্পানি, আনতে চলেছে নতুন সাব ব্র‍্যান্ড

স্পেসিফিকেশন
ফ্ল‍্যাগশিপ ক‍্যাটাগরিতে লঞ্চ হ‌ওয়া এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ এজ টু এজ এমোলেড ডিসপ্লে সাপোর্ট করে। কোম্পানি এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনিক যোগ করেছে যার ফলে ডিসপ্লে টাচ করলেই এই ফোন আনলক হয়ে যায়।

Realme X ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.0 সহ পেশ করা হয়েছে যা 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 10 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 এস‌ওসি চিপসেটে রান করে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 616 জিপিইউ দেওয়া হয়েছে।

মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হলো 4000 এম‌এএইচ ব‍্যাটারী ও চারটি ক‍্যামেরার সঙ্গে Infinix Hot 7

সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে।

Realme X এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে এআই হাইপারবুস্ট টেকনোলজি দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য VOOC ফ্ল‍্যাশ চার্জ 3.0 টেকনিকযুক্ত 3,765 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভারতে Realme X পোলার হোয়াইট ও স্পেস ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

4 জিবি র‍্যামের সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হলো Realme 3i, ভারতে লঞ্চ হবে 15 জুলাই

ভেরিয়েন্ট ও দাম
কোম্পানি তাদের লেটেস্ট Realme X ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। প্রসঙ্গত কোম্পানি Realme X এর সঙ্গে Realme X Spider Man – Far From Home এডিশন লঞ্চ করেছে এবং এর দাম রাখা হয়েছে 20,999 টাকা। এই ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট = 16,999 টাকা

8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট = 19,999 টাকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here