4,230 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হলো Realme 3i, Xiaomi এর লো বাজেট স্মার্টফোনের জন্য কড়া প্রতিযোগিতা

Reamle আজ তাদের নতুন টেকনোলজি দেখিয়ে ভারতে Realme X লঞ্চ করেছে। এই ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে সঙ্গে কোম্পানি লো বাজেট সেগমেন্টে Realme 3i ফোনটিও ভারতে পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Realme 3i 7,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 23 জুলাই থেকে ফ্লিপকার্টে সেল করা হবে।

ভারতে এলো Realme X! পপ আপ সেলফি ক‍্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 8 জিবি র‍্যামের সঙ্গে দাম শুরু মাত্র 16,999 টাকা থেকে

ডিজাইন
Realme 3i কোম্পানির তরফ থেকে ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে ডায়মন্ড কাট ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপরে ছোট “ইউ” শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে এবং এর মধ্যেই সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচেই ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। Realme 3i এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনের সাইড প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট অবস্থিত।

স্পেসিফিকেশন
Realme 3i ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লেকে সুরক্ষিত রাখার জন্য কোম্পানি এতে কর্নিঙ গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করেছে। Realme 3i অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.0 সহ পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি60 চিপসেটে রান করে।

বজায় আছে Xiaomi এর প্রতিপত্তি, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে গেল Redmi 7A

ফোটোগ্ৰাফির জন্য Realme 3i এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য Realme 3i তে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা অবস্থিত।

Realme 3i একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 3i তে 4,230 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

সস্তা স্মার্টফোন বেচার প্রস্তুতি নিচ্ছে এই কোম্পানি, আনতে চলেছে নতুন সাব ব্র‍্যান্ড

ভেরিয়েন্ট ও দাম
ভারতে Realme 3i এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোনটির প্রথম ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যার দাম রাখা হয়েছে 7,999 টাকা। ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং এই ভেরিয়েন্টের দাম 9,999 টাকা। এই ফোনটি ডায়মন্ড ব্লু, ব্ল‍্যাক ও রেড কালার ভেরিয়েন্টে শপিং সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here