Vivo V15 Pro, Y17 এবং Y90 এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

এই উৎসবের মরশুমে গ্ৰাহকদের উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়ে চীনের স্মার্টফোন প্রস্ততকারক কোম্পানি Vivo তাদের Vivo Y90, Vivo Y17 এবং Vivo V15 Pro এর নতুন দাম ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে এই তিনটি ফোনের দাম পাকাপাকি ভাবে কমিয়ে দেওয়া হয়েছে। কোম্পানি “Happy Diwali Dhamaka” নামে দিয়ে এই দাম কমিয়েছে, যেখানে ফোনগুলির দাম 2,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে। 

BSNL সাবস্ক্রাইবারদের জন্য সুখবর, এই প্ল‍্যানে প্রতি মাসে পাওয়া যাবে 1.5 জিবি অতিরিক্ত ডেটা

নতুন দাম

Vivo V15 Pro ফোনটি আগে 23,990 টাকা দামে বেচা হচ্ছিল। এখন প্রাইস কাটের পর এই ফোনটি 21,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে Vivo Y17 ফোনটি এখন 14,990 টাকার বদলে 13,990 টাকা দামে কেনা যাবে। বাজেট ক‍্যাটাগরি স্মার্টফোন Vivo Y90 স্মার্টফোনের দাম কমানোর আগে 6,990 টাকা দামে সেল করা হত। এখন প্রাইস কাটের পর ফোনটির দাম 6,490 টাকা হয়ে গেছে। কোম্পানির এই তিনটি স্মার্টফোন‌ই নতুন দামে দেশের সমস্ত অনলাইন এবং অফলাইন প্ল‍্যাটফর্মে বেচা হচ্ছে। 

Vivo V15 Pro স্পেসিফিকেশন

Vivo V15 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1080 × 2316 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লেযুক্ত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। 

Reliance Jio আর থাকবে না ফ্রি, কলিঙের জন্য দিতে হবে দাম

ফোটোগ্ৰাফির জন্য Vivo V15 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গেই 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং 5 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V15 Pro তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

Vivo V15 Pro একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য Vivo V15 Pro তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

ডিসেম্বরে লঞ্চ হবে এক সপ্তাহের ব‍্যাটারী লাইফ‌ওয়ালা স্মার্টফোন

Vivo Y90 স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Vivo Y90 ফোনটি 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.22 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওযুক্ত ফনটাচ ওএস 4.5 এর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক এমটি6761 হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে Vivo Y90 ফোনটি 2 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। 

Vivo Y90 এর মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে Vivo Y90 তে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য এই ফোনে 4,030 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

Exclusive : এবছরের শেষে লঞ্চ হবে Realme TV, ভারতে শাওমিকে বাজিমাতের চেষ্টা

Vivo Y17 স্পেসিফিকেশন

Vivo Y17 ফোনটিতে 6.35 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। এই ফোনে 4 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের শুটার দেওয়া হয়েছে। Vivo Y17 অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here