OPPO Reno 8 Vs OnePlus Nord 2T 5G : জেনে নিন দাম, ফিচার এবং ডিজাইনের ক্ষেত্রে কোন ফোনটি এগিয়ে

অবশেষে OPPO Reno8 series ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। Oppo ভারতীয় মার্কেটে এই সিরিজের দুটি 5জি মোবাইল, OPPO Reno 8 5G এবং OPPO Reno 8 Pro 5G লঞ্চ করেছে। এই সিরিজে পেশ করা OPPO Reno 8 ফোনটির কথা বলা হলে, এই ফোনটিকে মিডিয়াটেকের ডাইমেনশান প্রসেসর, 80W সুপার চার্জিং সহ 4,500mAh-এর ব্যাটারি এবং Android 12 আধারিত Color 12.1 OS-এর সাথে পেশ করা হয়েছে। কিন্তু এই ফিচারের মাধ্যমে Reno 8 ফোনটি ভারতে উপস্থিত অন্যান্য ফোনের সাথে টক্কর দিতে সক্ষম হবে। এই কারনেই এই আর্টিকেলে এইরকম স্পেসিফিকেশন এবং ফিচারের সাথে কিছু দিন আগেই লঞ্চ হওয়া OnePlus Nord 2T (OnePlus Nord 2T Price) এই ডিভাইসের সাথে তুলনা করে জানার চেষ্টা করবো, যে Reno 8 ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস নাকি ওয়ানপ্লাস নোর্ড 2টি ফোনটি বেস্ট চয়েস। এই আর্টিকেলে দুটি ফোনের তুলনা দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের আধারে করা হয়েছে। বিলম্ব না করে জেনে নেওয়া যাক ফোন দুটির সম্পর্কে।

OPPO Reno 8 5G vs OnePlus Nord 2T 5G: price in India

OPPO Reno 8 5G ফোনটিকে শিমার গোল্ড এবং শিমার ব্ল্যাক কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটিকে একটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ডিভাইসের 8GBRAM / 128GB স্টোরেজ মডেলটিকে 29,990 টাকা দামে পেশ করা হয়েছে।

অন্যদিকে OnePlus Nord 2T 5G ফোনটিকে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। বেস মডেল 8GB RAM সহ 128GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা। আবার 12GBR AM এবং 256GB স্টোরেজ মডেলটিকে 33,999 টাকা দামে পেশ করা হয়েছে।

OPPO Reno 8 vs OnePlus Nord 2T 5G: Sale

ইচ্ছুক ক্রেতারা OPPO Reno8 সিরিজের স্মার্টফোনটিকে Amazon এবং OPPO-এর আধিকারিক ওয়েবসাইট থেকে আগামী 25 জুলাই থেকে কিনতে পারবে। কোম্পানি ICICI ব্যাংক, SBI ব্যাংক, কোটাক ব্যাংক এবং ব্যাংক অফ বরোদার ক্রেডিট কার্ড এবং ডেভিড কার্ডের লেনদেনে 10% ক্যাশব্যাক অফার (4,000 টাকা পর্যন্ত) প্রদান করছে। গ্রাহকরা আইসিআইসিআই, এসবিআই এবং কোটাক ব‍্যাঙ্কের মাধ্যমে EMI লেনদেনে 1,500 টাকার ক্যাশব্যাক পাবে। OnePlus Nord 2T 5G ফোনটি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে কেনা যাবে।

Reno 8 vs OnePlus Nord 2T 5G: specifications, features, and design

Design

OPPO Reno 8 ফোনের ডিজাইনের কথা বলা হলে ফোনটি খুবই স্টাইলিশ ডিজাইনের। ফোনের ফ্রন্টে চারদিকে বেজলস দেওয়া হয়েছে। উপরের বাঁদিকে পাঞ্চ হোল ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ফোনে রেয়ার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, এখানে ট্রিপল ক্যামেরা সহ LED ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনের ডান দিকে পাওয়ার বাটন এবং বাঁ দিকে ভলিউম বাটন দেওয়া হয়েছে। এরসাথে বটমে টাইপ-সি চার্জিং পোর্ট এবং স্পীকার গ্রিল দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাস নোর্ড 2টি ফোনটিকে প্লাস্টিক মিড ফ্রেমের একটি গ্লাসের স্যান্ডউইচ ডিজাইনের সাথে পেশ করা হয়েছে। এই ডিজাইনটি গত বছর লঞ্চ হ‌ওয়া Nord 2-এর মতোই। ফোনটির পিছন দিকে সিল্কি স্মুথ গ্লাস এবং ফ্রন্টে গোরিলা গ্লাসের প্রটেকশন দেওয়া হয়েছে। এছাড়া রেয়ার প‍্যানেলে ট্রিপল লেন্স যুক্ত ক‍্যামেরা মডিউল দেওয়া হয়েছে। OnePlus Nord 2T ফোনে কোনো ফ‍্যান্সি LED নেই। তার বদলে Apple iPhones-এর মত রিঙ্গার সুইচের মতো একটি অ্যালার্ট স্লাইডার দেওয়া হয়েছে। এরসাথে ফোনে ডুয়াল সিম স্লট সহ দুটি কালার অপশনে, যথা জেড ফগ এবং গ্রে শ্যাডো কালারে পেশ করা হয়েছে।

Processor, RAM, and Storage

OPPO Reno8 ফোনটিকে লেটেস্ট MediaTek Dimensity 1300 চিপসেটের সাথে পেশ করা হয়েছে। এই লেটেস্ট MediaTek চিপসেটে অক্টা কোর সেটআপ দেওয়া হয়েছে, এই সেট‌আপে চারটি Cortex-A78 পারফরমেন্স কোর সহ চারটি Cortex-A55 এফিশেন্সি কোর দেওয়া হয়েছে। পারফরমেন্সের কথা বলা হলে, এখানে একটি Ultra A78 কোর দেওয়া হয়েছে, যা 3GHz পর্যন্ত চলে এবং তিনটি A78 সুপার কোর দেওয়া হয়েছে, যা 2.6GHz পর্যন্ত চলে। এফিশেন্সি কোর 2GHz পর্যন্ত চলে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 বেস্ড কালার‌ওএস 12.1 স্কিনে কাজ করে। এরসাথে এই ফোনে 12GB RAM এবং 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

OnePlus Nord 2T স্মার্টফোনে অক্টা কোর MediaTek Dimensity 1300 প্রসেসর এবং Mali G77 GPU দেওয়া হয়েছে। ওয়ানপ্লাসের এই ফোনে 12GB-এর LPDDR4X RAM এবং 256GB-এর UFS3.1 স্টোরেজ দেওয়া হয়েছে।

Display

OPPO Reno8 ফোনে 6.43-inch FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটি AMOLED প্যানেল সাপোর্ট করার সাথে 90Hz রিফ্রেশরেটে কাজ করে। ডিসপ্লেটির স্কিন-টু-বডি রেশিও 90.8%। ফোনটির ডিসপ্লে Netflix এবং আমাজন প্রাইম ভিডিওর থেকে এইচডি সার্টিফিকেশন পেয়েছে। এর সাথেই এটি SGS Eye Care Display।

অন‍্যত্র নোর্ড 2 টি ফোনের জন্য কোম্পানি নোর্ড 2 প‍্যানেলের ব‍্যবহার করেছে। এই ডিসপ্লে‌তে 90Hz রিফ্রেশরেট এবং HDR সার্টিফিকেশন সহ 6.43-ইঞ্চির ফুল HD+ AMOLED প্যানেল দেওয়া হয়েছে ।

Camera

OPPO Reno8 স্মার্টফোনে MariSilicon X যুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP-এর Sony IMX766 প্রাইমারি, 2MP-এর B&W সেন্সর এবং 2MP-এর ম্যাক্রো ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 32MP-এর Sony IMX709 সেন্সর দেওয়া হয়েছে, এই ক‍্যামেরা‌টি ফ্রন্টে লেফ্ট-অ্যালাইন পাঞ্চ হোল কট আউটে দেওয়া হয়েছে।

অন‍্যত্র OnePlus Nord 2T 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে প্রাইমারি ক‍্যামেরা f/18 অ্যাপার্চার যুক্ত 50MP-এর Sony IMX766 সেন্সর, OIS, EIS, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর সহ ডুয়াল LED দেওয়া হয়েছে। এই ফোনে সেলফির জন্য 32MP-এর Sony IMX615 সেলফি স্ন‍্যাপার দেওয়া হয়েছে।

Battery and Connectivity

দুটি ফোনেই 4,500mAh battery-এর ব্যাটারি দেওয়া হয়েছে। আবার দুটি ফোনের ব্যাটারি চার্জিঙের জন্য কোম্পানি 80W SUPERVOOC চার্জিং সাপোর্ট দিয়েছে। Oppo কোম্পানি ফোনটির সম্পর্কে দাবি করেছে যে OPPO Reno8 ফোনটি 28 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।

OPPO Reno 8 ফোনে 5G network; 4G+ network; 4G network; 3G network; 2G-এর সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি Bluetooth v5.3 এবং Bluetooth Low Energy (BLE) সাপোর্ট করে। আবার, OnePlus Nord 2T 5G ফোনে ডুয়াল ব‍্যান্ড 4G এবং 5G সাপোর্ট, ডুয়াল ব‍্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.2, GPS এবং ডেটা ট্রান্সফার করার জন্য USB type-C দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here