Paytm নিয়ে এল অসাধারণ অফার, বিনামূল্যে দিচ্ছে 2000 টাকা ক‍্যাশব‍্যাক, কিন্তু…

বর্তমান করোনা ভাইরাস মহামারির কারণে জারি করা লকডাউনের ফলে সাধারণ মানুষ গৃহবন্দী হয়ে থাকতে বাধ্য হয়েছে এবং এর সঙ্গে বেড়েছে ডিজিটাল পেমেন্ট ব‍্যবহারকারীদের সংখ্যা। এর পাশাপাশি তাল মিলিয়ে বহু গুণে বেড়ে চলেছে এক শ্রেণীর সাইবার ফ্রড। এই ধরনের মানুষেরা প্রায়ই জোচ্চুরির নতুন নতুন উপায় বের করে আনে। এবার তারা ফাঁদ পেতেছে পেটিএম ইউজারদের ঠকানোর জন্য। তাই এদের হাত থেকে বাঁচতে হলে সবার আগে এই স্ক‍্যামের বিষয়ে বিস্তারিত জানতে হবে।

Paytm -এ পাওয়া যাচ্ছে 2,000 টাকা ক‍্যাশব‍্যাক

একটি নতুন রিপোর্ট অনুযায়ী সাইবার জোচ্চোররা Paytm ইউজারদের 2 হাজার টাকা ক‍্যাশব‍্যাক দেওয়ার নাম করে তাদের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা লুটে চলেছে। মূলত এই স্ক‍্যামের শিকার সেইসব ইউজারদের হতে হচ্ছে যাদের ফিশিং ওয়েবসাইট কিভাবে কাজ করে সেবিষয়ে কোনো জ্ঞান নেই।

পাওয়া যাচ্ছে ক‍্যাশব‍্যাকের নোটিফিকেশন

নিউজ ওয়েবসাইট ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর জানিয়েছে। ক্রিমিনালরা ইউজারদের ফোনে একটি ব্রাউজার নোটিফিকেশন পাঠাচ্ছে এবং এতে ক্লিক করলে তাদের একটি ফ্রড ওয়েবসাইট paytm-cashoffer[dot]com এ নিয়ে যাওয়া হয়। এই ওয়েবসাইটে নিচের দিকে ‘Send reward to Paytm’ বলে একটি বাটনের সঙ্গে 2,647 টাকার ক‍্যাশব‍্যাক জেতার কথা লেখা আছে। বেশিরভাগ গ্ৰাহক ওপরের লিঙ্ক না দেখেই পেটিএমকে পুরস্কার পাঠানোর বাটনে ক্লিক করে দেয়। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউজারদের নকল পেটিএম ওয়েবসাইটের বদলে পেমেন্ট করার জন্য আসল পেটিএম অ্যাপে পাঠিয়ে দেওয়া হয়।

কি বলা হচ্ছে নোটিফিকেশনে?

রিপোর্ট অনুযায়ী, নোটিফিকেশনে লেখা আছে, ‘Congratulations! You have won Paytm Scratch Card’ আগেই বলেছি এই নোটিফিকেশনে ক্লিক করলে পেটিএম অ্যাপের বদলে ফ্রড ওয়েবসাইট paytm-cashoffer[dot]com ওপেন হয়ে যায়। সবচেয়ে বড় কথা এই ওয়েবসাইটটি হ‍্যাকাররা এমন ভাবে সাজিয়েছে যে আসল পেটিএমের সঙ্গে কোনো পার্থক্য‌ই চোখে পড়বে না।

নকল Paytm ওয়েবসাইট

রিপোর্টে বলা হয়েছে এই স্ক‍্যাম শুধুমাত্র মোবাইল ফোনে কাজ করে অর্থাৎ এই ফেক ওয়েবসাইট যারা চালাচ্ছে তারা মোবাইল ইউজারদেরকেই লক্ষ করে কাজ করছে। আপনার ফোনেও যদি এই ধরনের কোনো নোটিফিকেশন আসে তবে ভুলেও এতে ক্লিক করবেন না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here