যারা 15 হাজার টাকা থেকে 16 হাজার টাকার রেঞ্জে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য সম্প্রতি ভারতের বাজারে Moto G67 Power স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। বড় ব্যাটারি সহ এই ফোনটিতে 8GB RAM এবং 50MP ক্যামেরা রয়েছে। বাজারে উপস্থিত Tecno Pova Curve ফোনটির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। এই ফোনটির দামও এই রেঞ্জেই এবং এতে কার্ভড স্ক্রিন পাওয়া যায়। Moto G67 Power এবং Tecno Pova Curve ফোনদুটির মধ্যে কোন ফোনটি বেশি ভালো এবং কোন ফোনটি কেনা উচিৎ সেই বিষয়ে সহজে বোঝার জন্য নিচে ফোনগুলির তুলনা করে দেখানো হল।
স্পেসিফিকেশনের তুলনা
| স্পেসিফিকেশন | Moto G67 Power | Tecno Pova Curve |
| ডিসপ্লে | 6.7″ FHD+ 120Hz LCD | 6.78” FHD+ 144Hz Curve AMOLED |
| প্রসেসর | Qualcomm Snapdragon 7s Gen 2 | MediaTek Dimensity 7300 Ultimate |
| RAM | 8GB LPDDR4x RAM | 8GB LPDDR5 RAM |
| স্টোরেজ | 128GB Storage | 128GB Storage |
| রেয়ার ক্যামেরা | 50MP LYT600 + 8MP Ultra-Wide | 64MP IMX682 + AI |
| ফ্রন্ট ক্যামেরা | 32MP Selfie | 13MP Selfie |
| ব্যাটারি | 7,000mAh Battery | 5,500mAh Battery |
| চার্জিং | 30W Charging | 45W Charging |
ডিসপ্লে
Moto G67 Power ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 391ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং Gorilla Glass 7i এর লেয়ার যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং এবং অ্যাকোয়া টাচ ফিচার রয়েছে।
Tecno Pova Curve ফোনে 6.78-ইঞ্চির ফুল এইচডি+ কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 393ppi পিক্সেল ডেনসিটি এবং 1300nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্লিম কার্ভড ফোনটির থিকনেস মাত্র 7.45mm এবং এই ফোনের স্ক্রিনেও সুরক্ষার জন্য গ্লাস লেয়ার যোগ করা হয়েছে।
পারফরমেন্স
Moto G67 Power ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno GPU দেওয়া হয়েছে।
Tecno Pova Curve ফোনটি Android 15 বেসড HiOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7300 Ultimate চিপসেট যোগ করা হয়েছে। 4nm আর্কিটেকচারে তৈরি এই চিপসেট 2.5GHz ক্লক স্পীডে রান করে। এই ফোনে সুন্দর গ্ৰাফিক্সের জন্য Mali-G615 GPU রয়েছে।
| বেঞ্চমার্ক টেস্ট | Moto G67 Power | Tecno Pova Curve |
| আনটুটু | 851360 | 684142 |
| সিঙ্গেল-কোর গীকবেঞ্চ | 1023 | 1010 |
| মাল্টি-কোর গীকবেঞ্চ | 2991 | 3152 |
| পিসিমার্ক বেঞ্চমার্ক | 3762 | 4910 |
| জিএফএক্স বেঞ্চ ম্যানহ্যাটন | 14662 | 13499 |
স্টোরেজ
Moto G67 Power ফোনে 8GB RAM দেওয়া হয়েছে। এই ফোনে 8GB Physical RAM এর সঙ্গে 16GB Virtual RAM যোগ করে মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। অপরদিকে Tecno Pova Curve ফোনটিতে 8GB Physical RAM এবং 8GB Virtual RAM এর দৌলতে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। মোটোরোলা ফোনটিতে LPDDR4x RAM এবং টেকনো ফোনটিতে LPDDR5 RAM টেকনোলজি যোগ করা হয়েছে। অর্থাৎ RAM এর দিক থেকে টেকনো ফোনটি বেশি স্মুথ মাল্টি টাস্কিং সামলাতে সক্ষম।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Moto G67 Power 5G ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ফ্লিকার সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Tecno Pova Curve ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 64MP Sony IMX682 প্রাইমারি সেন্সরের সঙ্গে সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এর সঙ্গে এই ফোনটির ফ্রন্ট প্যানেলে 13MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Moto G67 Power 5G ফোনে 7000mAh Silicon Carbon battery যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি সিঙ্গেল চার্জে 58 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। অপরদিকে Tecno Pova Curve ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ফোনদুটির ব্যাটারি এবং চার্জিং স্পীড চেক করার জন্য ফোনদুটিতে বেশ কিছু টেস্ট রান করেছি। এইসব টেস্টের রেজাল্ট নিচে শেয়ার করা হল।
| ব্যাটারি – চার্জিং টেস্ট | Moto G67 Power | Tecno Pova Curve |
| ব্যাটারি ক্যাপাসিটি | 7,000mAh | 5,500mAh |
| ইউটিউব ব্যাটারি ড্রপ | 3% (30 মিনিট) | 3% (30 মিনিট) |
| ফাস্ট চার্জিং | 30W | 45W |
| চার্জিং টাইম | 78 মিনিট (20%-100%) | 55 মিনিট (20%-100%) |
অন্যান্য ফিচার
Moto G67 Power 5G ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে, ফলে এতে যথেষ্ট মজবুত বডি পাওয়া যায়। এর সঙ্গে এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। এটি জলের ছিটা থেকে সুরক্ষিত রাখলেও, খুব বেশি কার্যকর নয়। এই ফোনে Google Gemini সাপোর্ট রয়েছে। এছাড়াও এতে 3.5mm অডিও জ্যাক, Bluetooth 5.1 এবং 5GHz Wi-Fi ফিচার যোগ করা হয়েছে।
Tecno Pova Curve ফোনে ইন্টেলিজেন্ট সিগন্যাল হাব সিস্টেম রয়েছে, এর সাহায্যে দুর্বল নেটওয়ার্ক পরিস্থিতিতেও সুন্দর সিগন্যাল রিসেপশন পাওয়া যায়। এতে VoWiFi Dual Pass এবং No Network Communication সাপোর্ট রয়েছে। এই ফোনে IP64 রেটিং, ইনফ্রারেড রিমোট কন্ট্রোলের মতো ফিচার যোগ করা হয়েছে।
দাম এবং প্রতিদ্বন্দ্বী
ভারতে Moto G67 Power ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 15,999 টাকা। এই ফোনটি Pantone কিউরেটেড Cilantro, Curacao Blue এবং Parachute কালার অপশনে পেশ করা হয়েছে।
Tecno Pova Curve ফোনটি ভারতে 6GB এবং 8GB RAM অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6GB+128GB মডেলের দাম 15,999 টাকা এবং 8GB+128GB মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Magic Silver, Neon Cyan এবং Geek Black কালার অপশনে সেল করা হয়।
কোন ফোনটি কেনা উচিৎ?
পারফরমেন্সের দিক থেকে Moto G67 Power ফোনটি Tecno Pova Curve ফোনটির চেয়ে বেশি শক্তিশালী। মোটোরোলা ফোনটির চিপসেট টেকনো ফোনটির প্রসেসরের চেয়ে বেশি ফাস্ট এবং ভালো গেমিং রেজাল্ট দিতে সক্ষম। মোটোরোলা ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট টেকনো ফোনটির চেয়ে 1,000 টাকা সস্তা।
যারা বড় ব্যাটারি সহ একটি নতুন স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Moto G67 Power ফোনটি দারুণ অপশন। বড় ব্যাটারির পাশাপাশি এই ফোনটির ক্যামেরা সেটআপও বেশ উল্লেখযোগ্য। ফোনটির ব্যাক প্যানেলে সোনী রেয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা অসাধারণ রেজাল্ট দিতে সক্ষম।
যেসব গ্ৰাহকরা আকর্ষণীয় লুকের একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Tecno Pova Curve ফোনটি বেশি ভালো অপশন। ফোনটির কার্ভড স্ক্রিন এবং স্লিম বডি এটিকে স্টাইলিশ করে তোলে। ইউজাররা তাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন।









