Vivo V40e vs Nothing Phone (2a) Plus : ক্যামেরার তুলনা, জেনে নিন কোন ফোনটি বেস্ট

বাজারে উপস্থিত Vivo V40e এবং Nothing Phone (2a) Plus ফোনদুটিতেই 50MP OIS প্রাইমারি সেন্সর এবং 50MP সেলফি ক্যামেরা রয়েছে। ফোনদুটির পারফরমেন্স এবং ব্যাটারিও মোটামুটি কাছাকাছি। আমরা এই পোস্টে দুটি ফোনের ক্যামেরার তুলনা করে দেখাইয়েছি। এর মধ্যে Vivo V40e ফোনটি দিনের আলোয় ফটো, সেলফি এবং কম আলোর মধ্যেও ভালো ছবি তুলতে পারে।

আমরা বিভিন্ন পরিস্থিতিতে এই দুটি ফোনের আলাদা আলাদা ক্যামেরা মোডের টেস্ট করেছি। ফোনদুটির মাধ্যমে দিনের আলোয় ছবি, পোর্ট্রেট, সেলফি, আলট্রা ওয়াইড ফটোর পাশাপাশি কম আলোর মধ্যে নাইট মোড ডিসেবল করে এবং এনেবল করে ছবি তুলে দেখা হয়েছে। আমরা ছবির কালার অ্যাকিউরেসি, ডিটেইলস, শার্পনেস, স্কিন টোন এবং টেক্সচারের ওপর ভিত্তি করে বিচার করেছি। নিচে ফোনদুটির ক্যামেরার তুলনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

ডে-লাইট

Vivo V40e এবং Nothing Phone (2a) Plus উভয় ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে, ফলে দুটি ফোনে তোলা ছবির ডিটেইলস প্রায় একই রকম। পার্থক্য রয়েছে শুধুমাত্র হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রে, ভিভো ফোনটি এটি সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। Nothing Phone (2a) Plus ফোনের ক্যামেরা ছবিকে ওভারএক্সপোজ করে দেয়, ফলে ছবি ঝাপসা ও অস্পষ্ট দেখায়। সবদিক থেকে বিচার করলে এই রাউন্ডের বিজয়ী Vivo V40e।

বিজয়ী: Vivo V40e

আলট্রা ওয়াইড

Nothing Phone (2a) Plus ফোনে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে এবং Vivo V40e ফোনটিতে মাত্র 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। ছবিতেও এই তফাতের স্পষ্ট প্রভাব পড়ে। নাথিং ফোনে তোলা ছবি বেশি স্পষ্ট ও শার্প। তবে এক্ষেত্রেও কিছুটা ওভারএক্সপোজের সমস্যা রয়েছে, তবুও এই ফোনে তোলা ছবিতে ভিভো ফোনটির তুলনায় সাইদের দিকে স্মুথ কার্ভ এবং সুন্দর ডিটেইলস ধরা পড়ে।

বিজয়ী: Nothing Phone (2a) Plus

পোর্ট্রেট

পোর্ট্রেট শটে আউটপুট দেওয়ার জন্য দুটি ফোনই প্রাইমারি সেন্সর এবং সফটওয়্যারের ওপর নির্ভর করে। দুটি ফোনে তোলা পোর্ট্রেট ফটো পাশাপাশি রেখে তুলনা করলে কিছু তফাৎ তৎক্ষণাৎ চোখে পড়বে। Vivo V40e ফোনের পোর্ট্রেট ছবি বেশি ভালো দেখতে, এই ছবিতে বেশি উজ্জ্বল ও কন্ট্রাস্ট ধরা পড়ে। অন্যদিকে নাথিং ফোনটির পোর্ট্রেট মোড বেশি ব্যালেন্সড রং দিতে সক্ষম। এছাড়া দুটি ফোনের স্কিন টোনের ক্ষেত্রেও তফাৎ রয়েছে।

বিজয়ী: Nothing Phone (2a) Plus

সেলফি

Vivo V40e এবং Nothing Phone (2a) Plus উভয় ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই দুটি ফোনের ক্যামেরায় তোলা সেলফির ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। Vivo V40eফোনের রং কিছুটা হালকা, অপরদিকে Nothing Phone (2a) Plusফোনটির কালার বেশি ভালো। মুখের ডিটেইলসের ক্ষেত্রে ভিভো ফোনটি ভালো স্কিন টোন দেখায়, অপরদিকে নাথিং ফোনে তোলা ফটোয় স্কিন কিছুটা স্মুথ হয়ে যায়। Vivo V40e ফোনে তোলা সেলফির কালার বেশি বাস্তবিক দেখায়, তাই এই রাউন্ডেও এই ফোনটি জিতেছে।

বিজয়ী: Vivo V40e

লো লাইট

দুটি ফোনের লো লাইট ফটোগ্রাফি টেস্ট করার জন্য প্রথমে দুটি ফোনে নাইট মোড বন্ধ করে ছবি তোলা হয়েছে। নাইট মোড ছাড়া স্বাভাবিকভাবে ছবি তোলার ক্ষেত্রে ফোনের কিছুটা সমস্যা হয়। Nothing Phone (2a) Plus ফোনটি এক্ষেত্রে আবারও ওভারএক্সপোজের জন্য বিফল হয়েছে, এই ফোনে তোলা ছবির চারদিকে অত্যন্ত বেশি ঝাপসা ভাব রয়েছে। V40e ফোনে ব্যালেন্স এক্সপোজারের সঙ্গে ভালো রেজাল্ট পাওয়া গেছে। Vivo V40e ফোনটি বেশি ভালো আউটপুট দিয়ে এই রাউন্ডেও জিতে গেছে।

বিজয়ী: Vivo V40e

লো লাইট (নাইট মোড)

নাইট মোড অন করলে ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো হয়। Nothing Phone (2a) Plus ফোনের এক্সপোজার এক্ষেত্রে ব্যালেন্স হয়েছে। ভিভো ফোনটিতে হাই কন্ট্রাস্ট লেভেল এবং সুন্দর শাইনের সঙ্গে ভালো ছবি উঠেছে। তবে এই ফোনে আকাশের কালার আলাদা হয়ে যায়। ফলে ফটো বাস্তবিক লাগে না। ডিটেইলসের দিক থেকে দুটি ফোন প্রায় একই রকম, ফলে এই রাউন্ড টাই হয়েছে।

বিজয়ী: টাই

সিদ্ধান্ত

Vivo V40e ফোনের ক্যামেরা Nothing Phone (2a) Plus ফোনটির তুলনায় এগিয়ে রয়েছে। ভিভো ফোনের ক্যামেরা দিনের আলোয়, সেলফি এবং কম আলোয় জিতে গেছে। যারা 30,000 টাকার চেয়ে কম বাজেটে একটি ভালো ক্যামেরা সহ স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য Vivo V40e ফোনটি একটি সুন্দর অপশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here