1,000 টাকা সস্তা হওয়া সত্ত্বেও Vivo V40e ফোনটি OnePlus Nord 4 স্মার্টফোনটিকে কড়া টক্কর দেয়। এই ফোনদুটি এই সেগমেন্টের সবচেয়ে ভালো পারফরমেন্স সহ ফোনগুলির লিস্টে নিজেদের স্থান করে নিয়েছে। তবে ভিভো ফোনটি কতটা শক্তিশালী? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা দুটি ফোনের তুলনা করে দেখেছি। জানিয়ে রাখি Vivo V40e ফোনে MediaTek Dimensity 7300 চিপসেট এবং OnePlus Nord 4 ফোনটিতে Qualcomm Snapdragon 7+ Gen 3 প্রসেসর রয়েছে। আমরা দুটি ফোনের তুলনা করার জন্য গেমিং টেস্টের পাশাপাশি গ্লোবাল বেঞ্চমার্কিং অ্যাপের মাধ্যমে টেস্ট করেছি। চলুন দেখে নেওয়া যাক সমস্ত টেস্ট রেজাল্ট ও পরিণতি সম্পর্কে।
Vivo V40e | OnePlus Nord 4 |
28,999 টাকা (8GB + 128GB) | 29,999 টাকা (8GB + 128GB) |
30,999 টাকা (8GB + 256GB) | 32,999 টাকা (8GB + 256GB) |
– | 35,999 টাকা (12GB + 256GB) |
AnTuTu
OnePlus Nord 4 ফোনটি গ্লোবাল বেঞ্চমার্কিং অ্যাপ AnTuTu-তে Vivo V40e ফোনটির চেয়ে এগিয়ে রয়েছে। এই অ্যাপ কিছু রিয়েল টাইম ইউজের ভিত্তিতে ফোনের CPU, GPU, UX এবং স্টোরেজ টেস্ট করে। এই টেস্টে Vivo ফোনটি OnePlus ফোনটির তুলনায় অনেকটাই পিছিয়ে। Vivo V40e ফোনটির AnTuTu স্কোর OnePlus Nord 4 ফোনটির চেয়ে কম হলেও বাস্তব ব্যাবহারের ক্ষেত্রে এই ফোনটি ভালোই পারফর্ম করে।
Vivo V40e | OnePlus Nord 4 |
6,70,195 | 11,69,622 |
বিজয়ী: OnePlus Nord 4
গীকবেঞ্চ
Vivo V40e ফোনটি গীকবেঞ্চে ভালো পারফরমেন্স দিয়েছে, যার থেকে বোঝা যায় ফোনটি কতটা দ্রুত কোনো কাজ সামলাতে সক্ষম। এই ফোনটি সিঙ্গেল কোরে 962 এবং মাল্টি কোরে 2,892 স্কোর পেয়েছে। অপরদিকে OnePlus Nord 4 ফোনটি গীকবেঞ্চ সিঙ্গেল কোর টেস্ট এবং মাল্টি কোর টেস্টে যথাক্রমে 1,744 এবং 4,365 পয়েন্ট পেয়েছে। এর থেকে বোঝা যায় এই ফোনটি আরও বেশি শক্তিশালী।
Vivo V40e | OnePlus Nord 4 |
962 single-core, 2,892 multi-core | 1,744 single-core, 4,365 multi-core |
বিজয়ী: OnePlus Nord 4
সিপিইউ থ্রটল
বার্নআউট অ্যাপ ব্যাবহার করে সিপিইউ থ্রটল টেস্ট করে আমরা চাপের পরিস্থিতিতে দুটি ফোনের পারফ্রমেস্নের তুলনা করেছি। এই টেস্টে Vivo V40e ফোনটি OnePlus Nord 4 স্মার্টফোনের তুলনায় ভালো পারফর্ম করেছে। এক্ষেত্রে ভিভো ফোনটি একটানা একটি বা একাধিক কাজের ক্ষেত্রে প্রায় 19 শতাংশ ভালো পারফরমেন্স দিয়েছে।
Vivo V40e | OnePlus Nord 4 |
66.6 | 48.8 |
বিজয়ী: Vivo V40e
গেমিং
গেমিং টেস্টের রেজাল্ট জানার জন্য আমরা দুটি ফোনেই 30 মিনিট করে BGMI, Call of Duty এবং Real Racing 3 গেমগুলি খেলে দেখেছি। এক্ষেত্রে গীকবেঞ্চ ও আনটুটু স্কোর ভালো থাকা সত্ত্বেও OnePlus Nord 4 ফোনটি বেশ কিছুটা নিরাশ করেছে।
Smartphones | Avg FPS After 30 minutes | ||
BGMI | Call of Duty | Real Racing 3 | |
Vivo V40e | 37.23 | 55.77 | 57.34 |
OnePlus Nord 4 | 35.64 | 53.54 | 58.84 |
ভিভো ফোনটি ওয়ানপ্লাস ফোনটির তুলনায় এফপিএসের পাশাপাশি থার্মাল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। এই ফোনের তাপমাত্রা গড়ে 4.1 ডিগ্রী বেড়েছে। অন্যদিকে OnePlus ফোনের তাপমাত্রা বেড়েছে গড়ে 7.8 ডিগ্রী। তবে এই বেশি তাপমাত্রার জন্য এই ফোনের অল মেটাল বডি দায়ী হতে পারে। এই ধরনের ব্দিতে প্লাস্টিকের তুলনায় বেশি থার্মাল কন্ডাক্টিভিটি থাকে।
Smartphones | Temperature increase (Celsius) | ||
BGMI | Call of Duty | Real Racing 3 | |
Vivo V40e | 5.1 degrees | 3.2 degrees | 4 degrees |
OnePlus Nord 4 | 8.8 degrees | 10.2 degrees | 4.4 degrees |
বিজয়ী: Vivo V40e
সিদ্ধান্ত
আমাদের টেস্টের পর দেখা যায় OnePlus ফোনটি AnTuTu ও গীকবেঞ্চের ভালো স্কোর পাওয়ার পাশাপাশি ফাস্ট প্রসেসিং ও সুন্দর গ্রাফিক্স দিতে সক্ষম। অপরদিকে Vivo V40e ফোনটি গেমিং ও হেভি লোডের মধ্যেও দারুণ পারফর্ম করে দেখিয়েছে। এই ফোনে স্মুথ ফ্রেম রেট, ভালো থার্মাল ম্যানেজমেন্ট এবং দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পরেও ভালো পারফরমেন্স পাওয়া যায়। যেসব গ্রাহকরা দীর্ঘ সময় ধরে গেমিং করে এবং কুলার অপারেশ্ন চান তাদের জন্য এই ফোনটি সেরা। অন্যদিকে যাদের হেভি প্রসেসিঙের ক্ষেত্রে ভালো পারফরমেন্স প্রয়োজন তাদের জন্য OnePlus Nord 4 ফোনটি বেস্ট।