2024 সাল শেষ হওয়ার আগেই টেক জগতে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ হয়ে চলেছে। স্মার্টফোন আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং ফোনের পারফরমেন্স থেকে ব্যাটারির ক্ষমতা আরও যেন বেড়েই চলেছে। কিছু দিন আগে গ্লোবাল বাজারে Xiaomi 15 এবং OnePlus 13 স্মার্টফোন লঞ্চ হয়েছে। এই দুটি ফোনেই দুর্দান্ত স্পেসিফিকেশন রয়েছে এবং ফোনদুটিকে নতুন ফ্ল্যাগশিপ কিলার বলাই যায়। তবে প্রশ্ন উথতেই পারে দুটি ফোনের মধ্যে কোন ফোনটি কেনা উচিৎ? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই পোস্টে দুটি ফোনের তুলনা করে দেখানো হল।
Xiaomi 15 vs OnePlus 13: ডিজাইন
Xiaomi 15 এবং OnePlus 13 দুটি ফোনেই Aluminiun body রয়েছে। তবে শাওমি ফোনটির ব্যাক শুধুমাত্র গ্লাস দিয়ে তৈরি হলেও ওয়ানপ্লাস ফোনটিতে গ্লাস ও লেদার উভয় অপশন পাওয়া যায়।
থিকনেসের দিক থেকে Xiaomi 15 ফোনটি বেশি স্লিক এবং স্লিম। এই ফোনের থিকনেস মাত্র 8.1mm। অন্যদিকে OnePlus 13 ফোনটির থিকনেস 8.5mm। ওজনের ক্ষেত্রেও শাওমি হালকা। Xiaomi 15 ফোনের ওজন 189 গ্রাম এবং OnePlus 13 ফোনের ওজন 213 গ্রাম।
জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Xiaomi 15 ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে এবং OnePlus 13 ফোনটিতে IP68/IP69 রেটিং রয়েছে।
Xiaomi 15 vs OnePlus 13: স্পেসিফিকেশন
স্পেসিফিকেশন | Xiaomi 15 | OnePlus 13 |
ডিসপ্লে | 6.36″ 1.5K 120Hz OLED | 6.82″ 2K+ 120Hz AMOLED |
প্রসেসর | Qualcomm Snapdragon 8 Elite | Qualcomm Snapdragon 8 Elite |
অপারেটিং সিস্টেম | HyperOS 2.0 + Android 15 | OxygenOS 15 + Android 15 |
স্টোরেজ | 24GB RAM + 1TB Storage | 16GB RAM + 1TB Storage |
রেয়ার ক্যামেরা | 50MP + 50MP + 50MP | 50MP + 50MP + 50MP |
ফ্রন্ট ক্যামেরা | 32MP Selfie | 32MP Selfie |
ব্যাটারি | 5,400mAh Battery | 6,000mAh Battery |
চার্জিং | 90W + 50W Wireless | 100W + 50W Wireless |
IP রেটিং | IP68/69 | IP69 |
ডিসপ্লে
Xiaomi 15 ফোনে 2670 × 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.36-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং এই স্ক্রিনের জন্য কোম্পানি কাস্টমাইজ M9 luminous ম্যাটেরিয়াল ব্যাবহার করেছে।
OnePlus 13 ফোনে 3168 × 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.82-ইঞ্চির 2K+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 4500nits পীক ব্রাইটনেস এবং 510PPI সাপোর্ট করে। এতে আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটি Crystal Shield super ceramic glass দিয়ে প্রোটেক্টেড।
রিফ্রেশ রেট, পিক্সেল ডেনসিটি এবং মজবুতির দিক থেকে OnePlus 13 ফোনটি Xiaomi 15 এর চেয়ে এগিয়ে রয়েছে।
পারফরমেন্স
Xiaomi 15 ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন। OnePlus 13 ফোনেও এই একই প্রসেসর রয়েছে। জানিয়ে রাখি এই প্রসেসর 3nm ফেব্রিকেশন এবং 64bit আর্কিটেকচারে তৈরি এই Orion CPU 3.53GHz থেকে 4.32GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই প্রসেসরের দৌলতে দুটি ফোনে 45% পর্যন্ত ভালো এবং স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে।
গ্রাফিক্সের জন্য OnePlus 13 এবং Xiaomi 15 উভয় ফোনে Adreno 830 GPU যোগ করা হয়েছে। এই দুটি ফোনই অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। Xiaomi ফোনটিতে হাইপারওএস 2.0 এবং OnePlus ফোনে অক্সিজেনওএস লেয়ারিং রয়েছে। এই ইউজার ইন্টারফেস দুটি ফোনের প্রসেসিঙের ক্ষেত্রে একমাত্র পার্থক্য।
স্টোরেজ
Xiaomi 15 ফোনটি 12GB ও 16GB RAM সহ পেশ করা হয়েছে এবং এতে 256GB, 512GB ও 1TB স্টোরেজ যোগ করা হয়েছে। অন্যদিকে OnePlus 13 ফোনটির 12GB ও 16GB এর পাশাপাশি 24GB RAM মডেলও পেশ করা হয়েছে এবং এই ফোনটি 256GB থেকে 1TB পর্যন্ত স্টোরেজ অপশনে সেল করা হয়।
উভয় স্মার্টফোনে LPDDR5X RAM এবং UFS 4.0 Storage টেকনোলজি দেওয়া হয়েছে। স্টোরেজ ক্যাপাসিটি এবং RAM সাইজের দিক থেকে OnePlus 13 ফোনটিই এই রাউন্ডেও জিতে গেছে। দুটি ফোনের বেস মডেল একই রকম হলেও টপ মডেলে 8GB RAM এর তফাৎ রয়েছে।
ক্যামেরা
Xiaomi 15 ফোনে ট্রিপল Leica ক্যামেরা যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.62 অ্যাপার্চারযুক্ত 50MP (LYT 900) OIS প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP (Samsung S5KJN1) আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP (Samsung S5KJN5) টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 32MP OmniVision OV32B40 সেলফি ক্যামেরা রয়েছে।
ফটোগ্রাফির জন্য OnePlus 13 ফোনে Hasselblad ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT-808 OIS প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Samsung JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.6 অ্যাপার্চারযুক্ত Sony LYT600 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
মেগাপিক্সেলের দিক থেকে দুটি ফোন প্রায় একইরকম। তবে জানিয়ে রাখি Xiaomi 15 ফোনে 60mm টেলিফটো ও 115˚ ওয়াইড অ্যাঙ্গেল থাকলেও OnePlus 13 ফোনে 70mm টেলিফটো ও 120˚ ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে। উভয় ফোনের রেয়ার ক্যামেরা 8K 30fps এবং ফ্রন্ট ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ব্যাটারি
Xiaomi 15 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 90W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,400mAh দেওয়া হয়েছে। এই ফোনে Surge G1 Battery Management Chip এবং Surge P3 ফাস্ট চার্জিং চিপ যোগ করা হয়েছে। এর সাহায্যে ফোনের ব্যাটারি হেল্থ সুরক্ষিত এবং মেনটেইন রাখা যাবে। একইসঙ্গে চার্জিঙের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং এবং magnetic charging সাপোর্ট করে।
Xiaomi 15 vs OnePlus 13: দাম
Xiaomi 15 ফোনের দাম
- 12GB RAM + 256GB Storage – 4499 ইউয়ান (প্রায় ₹52,970)
- 12GB RAM + 512GB Storage – 4799 ইউয়ান (প্রায় ₹56,520)
- 16GB RAM + 512GB Storage – 4999 ইউয়ান (প্রায় ₹58,880)
- 16GB RAM + 1TB Storage – 5499 ইউয়ান (প্রায় ₹64,760)
OnePlus 13 ফোনের দাম
- 12GB RAM + 256GB Storage – 4499 ইউয়ান (প্রায় ₹52,970)
- 12GB RAM + 512GB Storage – 4899 ইউয়ান (প্রায় ₹57,890)
- 16GB RAM + 512GB Storage – 5299 ইউয়ান (প্রায় ₹62,590)
- 24GB RAM + 1TB Storage – 5999 ইউয়ান (প্রায় ₹70,850)
Xiaomi 15 এবং OnePlus 13 ফোনের প্রাথমিক দাম প্রায় একই রকম। উভয় ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 4499 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 53 হাজার টাকার কাছাকাছি। তবে মডেল যত বড় হয়েছে OnePlus ফোনের দাম Xiaomi ফোনটির তুলনায় বেড়ে গেছে।
16GB RAM ও 512GB স্টোরেজ সহ Xiaomi 15 ফোনটির দাম OnePlus 13 ফোনের এই একই মডেলের চেয়ে 300 ইউয়ান অর্থাৎ প্রায় 3,500 টাকা কম। আবার 1TB স্টোরেজ মডেলের ক্ষেত্রে শাওমি ফোনে 16GB RAM থাকলেও 500 ইউয়ান অর্থাৎ প্রায় 5,890 টাকা বেশি খরচ করলে OnePlus 13 ফোনে 24GB RAM পাওয়া যাবে।
জানিয়ে রাখি উপরোক্ত সমস্ত তুলনা চীনে লঞ্চ হওয়া মডেলের স্পেসিফিকেশনের ভিত্তিতে করা হয়েছে। খুব তাড়াতাড়ি দুটি ফোনই ভারতে আসতে চলেছে এবং ফোনদুটির ভারতীয় দামও আলাদা হতে পারে। চীনের বাজারে এই ফোনদুটির ডিটেইলস নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখা যাবে।