কেরলে 70 বছরের পকেটে ফেটে গেল ফোন, দেখুন হাড় হিম করা সেই ভিডিও

কেরলের ত্রিশুরে 70 বছর বয়সী এক বৃদ্ধের পকেটের মধ্যে ফোন ব্লাস্ট হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল 10টার সময় এবং তখন মারোতিচল অঞ্চলে একটি দোকানে বসে ইলিয়াস নামের সেই বয়স্ক ব্যাক্তি চা খাচ্ছিলেন। হঠাৎ করেই তাঁর পকেটে একটি বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। তিনি তৎক্ষণাৎ আগুন নিভিয়ে দেন। দুর্ঘটনার কারণে ইলিয়াসের কোন আঘাত লাগেনি। জানিয়ে রাখি মাত্র এক মাসের মধ্যে এই নিয়ে কেরলে তৃতীয় ফোন বিস্ফোরণের ঘটনা সামনে এল। আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 5G কানেকশনসহ শীঘ্রই লঞ্চ হবে Vivo V29 Lite 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

নিউজ এজেন্সি পিটিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই দুর্ঘটনার ফলে কোন ক্ষতি হয়নি। ওলুর থানার আধিকারিক জানিয়েছেন এই ঘটনার কথা জানা মাত্র তাদের পক্ষ থেকে বৃদ্ধের সঙ্গে ফোনে কথা বলা হয় এবং সম্পূর্ণ ঘটনার বিবরণ জানতে চাওয়া হয়।

এক বছরের পুরনো ফোন

ইলিয়াস জানিয়েছেন তিনি প্রায় এক বছর আগে 1000 টাকা দামের এই ফিচার ফোন কিনেছিলেন। এতদিন পর্যন্ত তাঁর ফোনটি কোন সমস্যা ছাড়াই ঠিকঠাক কাজ করছিল। চা খাওয়ার সময় হঠাৎ করেই তাঁর ফোনে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। আরও পড়ুন: Exclusive: Realme ফোনে এবার লুটবে ‘পাঠান’-এর জাদু! ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান

গত সপ্তাহেও পকেটে ফেটেছিল ফোন

কেরলের কোঝিকোর অঞ্চলে এক যুবকের পকেটে রাখা ফোন হঠাৎ ফেটে গিয়েছিল। ফোন গ্রম হয়ে হঠাৎ করেই তাতে আগুন ধরে যায়। জানিয়ে রাখি সে পাঁচ থেকে ছয় মাস আগে তাঁর ফোনের ডিসপ্লে রিপেয়ার করিয়েছিল। এর আগে কেরলেই ফোনে বিস্ফোরণের কারণে এক 8 বছরের বালিকাকে প্রাণ হারাতে হয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চলে প্রায়ই বিভিন্ন কারণে ফোন বিস্ফোরণের কথা শোনা যায়।

ফোনে কেন আগুন ধরে?

  • মোবাইল ফোনের আসল ব্যাটারি ব্যাবহার না করলে।
  • ফোনের অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে রিপেয়ার না করালে।
  • অন্য ব্র্যান্ডের বা আনকম্প্যাটিবল চার্জার ব্যাবহার করলে।
  • চার্জে বসিয়ে ফোন ব্যাবহার করলে।
  • ফোনে কোন ধরনের ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকলে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here