64MP ক্যামেরা এবং 5G কানেকশনসহ শীঘ্রই লঞ্চ হবে Vivo V29 Lite 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Vivo কয়েক মাস আগে ভারতীয় মার্কেটে V27 সিরিজ লঞ্চ করেছে। এবার V29 সিরিজ সম্পর্কে বড় তথ্য সামনে এসেছে। খবর অনুযায়ী কোম্পানি শীঘ্রই Vivo V29 Lite 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। এটি একটি মিডবাজেট সেগমেন্ট ফোন হবে। আমরা ভারতের শীর্ষস্থানীয় টিপস্টার সুধাংশুর মাধ্যমে এই তথ্যটি জানতে পেরেছি। এই ফোনটি Qualcomm Snapdragon 695 প্রসেসরের উপর বেস করে তৈরি হবে এবং এই ফোনে 64MP ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে। আরও পড়ুন: Exclusive: Realme ফোনে এবার লুটবে ‘পাঠান’-এর জাদু! ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান

Vivo V29 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: খবর অনুযায়ী Vivo V29 Lite 5G ফোনে 6.78 ইঞ্চি Full HD+ স্ক্রিন দেখতে পাবেন। এই ফোনটি 1080×2400 পিক্সেল স্ক্রিন রেজলিউশন এবং 120Hz স্ক্রিন রিফ্রেশরেটসহ পাওয়া যাবে। কোম্পানি এই ফোনটি AMOLED প্যানেলের সাথে পেশ করতে চলেছে।

ক্যামেরা: তথ্য অনুযায়ী এই ফোনটিতে একটি 64MP মেইন ক্যামেরা দেওয়া যেতে পারে। এই ফোনটিতে 2-2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা পাবেন। এই ফোনের প্রধান ক্যামেরাটি F/1.79 অ্যাপারচার যুক্ত হবে এবং অন্য দুটি ক্যামেরা F/2.4 অ্যাপারচার সাপোর্ট করবে। এই ফোনে 18 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে যা F/2.45 অ্যাপারচারসহ পাওয়া যাবে।

প্রসেসর, র‌্যাম এবং রম: Vivo V29 Lite 5G ফোনটি কোম্পানি Qualcomm Snapdragon 695 প্রসেসরসহ আনতে চলেছে। মিড বাজেট সেগমেন্টে এটি একটি ভালো প্রসেসর যা অনেক ফোনের সাথে লঞ্চ করা হয়েছে। এই ফোনে আপনি 8GB RAM মেমরিসহ 128GB ইন্টারনাল স্টোরেজ দেখতে পাবেন। আরও পড়ুন: Exclusive: Google Pixel 8 Pro ফোনে থাকবে অত্যাধুনিক থার্মোমিটার, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

অপারেটিং সিস্টেম: এই ফোনটি কোম্পানি Android 13 এর সাথে লঞ্চ করতে চলেছে। আপনারা এই Vivo ফোনে Funtouch OS দেখতে পাবেন।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh থাকবে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

কানেক্টিভিটি: তথ্য অনুযায়ী এই ফোনটিতে ডুয়াল সিম কার্ড স্লট দেখা যাবে। যদিও ফোনটির দ্বিতীয় স্লট হাইব্রিড হবে। এতে আপনি সিম কার্ড বা মেমরি কার্ড উভয়ই ব্যবহার করতে পারবেন। বেসিক কানেক্টিভিটির জন্য Vivo V29 Lite 5G ফোনে Bluetooth 5.1, WiFi এবং USB Type C পোর্ট দেখা যাবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল লো বাজেট Redmi A2 এবং Redmi A2+ স্মার্টফোন, জেনে নিন দাম

অন্যান্য ফিচার: এই ফোনে, আপনি অ্যাক্সিলেরো মিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কম্পাস, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জাইরোস্কোপ দেখতে পাবেন।

Vivo V29 Lite 5G লঞ্চের তারিখ (সম্ভাব্য)

লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি আগামী মাসে আন্তর্জাতিক মার্কেটে Vivo V29 Lite 5G ফোনটি লঞ্চ করতে পারে। কয়েকদিন পর এই ফোনটি ভারতেও সেলের জন্য পাওয়া যাবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আন্তর্জাতিক এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের স্পেসিফিকেশন একই হবে। আরও পড়ুন: লিক হল Realme C53 এর রেন্ডার এবং স্পেসিফিকেশন, শীঘ্রই হবে লঞ্চ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here