এই মাসের শেষের দিকে Google Pixel 9a ফোনটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটি কোম্পানির সাধারণ ঘোষণার বেশ খানিকটা আগেই হতে চলেছে। কারণ অ্যানুয়াল I/O ডেভেলপার কনফারেন্স সাধারণত এপ্রিল মাসে আয়োজন করা হয়। ইতিমধ্যে এই আপকামিং ফোনটি FCC, IMDA, EMVCo সার্টিফিকেশন পেয়ে গেছে। যার ফলে এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এবার নতুন FCC ফাইলিং থেকে Pixel 9a ফোনের নতুন ফাইলিং থেকে ফ্ল্যাগশিপ ফিচার জানা গেছে। এই প্রথম Pixel A-সিরিজে ফ্ল্যাগশিপ ফিচার পাওয়া যাবে।
Pixel 9a ফোনে থাকতে পারে ফ্ল্যাগশিপ ফিচার
- FCC সার্টিফিকেশন সাইটে Pixel 9a ফোনটি GTF7P, G3Y12 এবং GXQ96 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
- ডেটাবেসের GTF7P মডেল নাম্বার সহ একটি ইমেজ থেকে জানা গেছে এই ফোনটি স্যাটেলাইট ফিচার সাপোর্ট করবে।
- নোট বলা হয়েছে এই ফাংশন ফ্লাইটের সময় ফ্লাইট মোডের মাধ্যমে বন্ধ করতে হবে।
- এর থেকে বোঝা যাচ্ছে Pixel 9a ফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার পাওয়া যাবে।
- এটি ফোনটি শুরুমাত্র Pixel A-সিরিজের নয়, বরং এই ফিচার সহ প্রথম মিড রেঞ্জ Android স্মার্টফোনও হতে চলেছে।
- Google তাদের গত বছর লঞ্চ করা Pixel 9 সিরিজে প্রথম Satellite SOS ফিচার যোগ করেছিল। ফোন অ্যাক্টিভেট করার পর প্রথম দুই বছর এই ফিচার সম্পূর্ণ ফ্রি থাকবে।
- আপতকালিন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ফিচার অত্যন্ত কাজের হতে চলেছে। এই ফিচারের দৌলতে ওয়াইফাই এবং সেলুলার নেটওয়ার্ক না থাকলেও এমারজেন্সি সার্ভিস বা কন্ট্যাক্টের সঙ্গে যোগাযোগ করা যায়।
- Apple তাদের iPhone 14 সিরিজে প্রথম Emergency SOS via Satellite ফিচার পেশ করেছিল। কোম্পানির নতুন iPhone 16e ফোনেও এই ফিচার রয়েছে।
লিক এবং বিভিন্ন রিপোর্ট থেকে Pixel 9a ফোনটির প্রায় সমস্ত ডিটেইলসই জানা গেছে। গত বছর লঞ্চ করা Pixel 8a ফোনের এই আপকামিং সাক্সেসারে ক্যামেরা বার থাকবে না। এই ফোনে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন দেওয়া হতে পারে। এতে Tensor G4 প্রসেসর, 8GB RAM এবং 23W ওয়্যার্ড ও 7.5W ওয়্যারলেস চার্জিং সহ 5,100mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনে 48MP ক্যামেরা থাকবে বলে জানা গেছে। Pixel 9a ফোনের 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম $499 (~₹43,605) রাখা হতে পারে। আগামী 26 মার্চ থেকে এই ফোনটি সেল করা হবে বলে আশা করা হচ্ছে। গত বছর ভারতে Pixel 8a ফোনটি 52,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।