পোকো আনছে আরেকটি লো বাজেট স্মার্টফোন, POCO C3 নামে 6 অক্টোবর হবে লঞ্চ

পোকো ইন্ডিয়া কিছু দিন আগে ভারতে তাদের শক্তিশালী স্মার্টফোন POCO X3 লঞ্চ করেছিল। 6,000 এম‌এএইচের ব‍্যাটারী, 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও 6.67 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত এই ফোনটি 16,999 টাকার প্রাথমিক দামে মার্কেটে আনা হয়। ভারতে পোকো এক্স3 এর সেল শুরু হ‌ওয়ার পর কোম্পানি ঘোষণা করে জানিয়েছে তারা আগামী 6 অক্টোবর এদেশে POCO C3 নামে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে।

আরও পড়ুন: 17 অক্টোবর ভারতে আসছে শক্তিশালী ফিচার ও কম দামের Pixel 4a

পোকো জানিয়ে দিয়েছে আগামী 6 অক্টোবর তারা ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করবে এবং সেটি POCO C3 নামে মার্কেটে সেল করা হবে। ইতিমধ্যে ফ্লিপকার্টে POCO C3 এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে যার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ফোনটি ফ্লিপকার্টেই বেচা হবে। এখনও পর্যন্ত POCO C3 এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানা যায়নি। কিন্তু কিছু রিপোর্টে বলা হয়েছে ভারতে যে POCO C3 লঞ্চ করা হবে সেটি আসলে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা Redmi 9C এর ইন্ডিয়ান ভার্সন হবে।

Redmi 9C

আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা Redmi 9C ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.53 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে মিইউআই 11 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাবাইট ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে IMG PowerVr GE8320 জিপিইউ আছে।

আরও পড়ুন: Samsung লঞ্চ করল সস্তা স্মার্টফোন Galaxy A3 Core, মাত্র 6000 টাকার আশেপাশে এই ফোনের দাম

ফোটোগ্রাফির জন্য Redmi 9C তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Redmi 9C ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। যদি POCO X3 সত‍্যিই রেডমি 9সি এর ইন্ডিয়ান ভার্সন হয় তবে আশা করা হচ্ছে কোম্পানি ফোনটি লো বাজেট ক‍্যাটাগরিতে লঞ্চ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here