গতকাল ভারতে 6,499 টাকা দামে POCO C50 স্মার্টফোন লঞ্চ হয়েছে। এই সস্তা স্মার্টফোনটির পর এবার কোম্পানি তাদের ‘F’ সিরিজের পরিধি আরও বারাতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এবার POCO F5 5G লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই এই ফোনটি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হতে দেখা গেছে। এবং এর ফলে ফোনটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। আরও পড়ুন: বাজারে এসে গেছে ফোল্ডেবল ইলেকট্রিক বাইক, সিঙ্গেল চার্জে চলবে 88KM
সিঙ্গাপুরের সার্টিফিকেশন সাইট IMDA তে POCO F5 5G ফোনটি POCO 23013PC75G মডেল নাম্বারের সঙ্গে সার্টিফায়েড করা হয়েছে। এটি ফোনটির গ্লোবাল ভার্সনের বলে জানা গেছে যা চিনের বাইরে অন্যান্য মার্কেটে পেশ করা হবে। জানিয়ে রাখি এইসব দেশের লিস্টে ভারতের নামও রয়েছে। লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে NFC টেকনোলজি দেওয়া হবে।
POCO F5 5G
কোম্পানির আপকামিং POCO F5 5G ফোনটি কিছু দিন আগে চিনে পেশ করা Redmi K60 ফোনটিরই রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ চিনে যে ফোনটি Redmi K60 নামে লঞ্চ করা হয়েছিল সেই ফোনটিই ভারত সহ বিশ্বের অন্যান্য বাজারে POCO F5 5G নামে পেশ করা হবে। আশা করা হচ্ছে এই দুটি ফোনের ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন হুবহু এক হবে। নিচে Redmi K60 এর সমস্ত ডিটেইলস শেয়ার করা হল যা আগামী দিনে POCO F5 5G ফোনটিতেও দেখা যেতে পারে। আরও পড়ুন: লঞ্চ হল লো বাজেট Vivo 5G ফোন, দাম 12 হাজারেরও কম! জেনে নিন ডিটেইলস
Redmi K60
- 6.67″ 2K AMOLED Display
- 16GB RAM + 512GB ROM
- Snapdragon 8 Gen 2 SoC
- 64MP Triple Rear Camera
- 67W + 30W wireless charging
এই ফোনে 20:9 আসপেক্ট রেশিও এবং 3200 x 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 12bit এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট ও 480 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ডিসপ্লেতে 1920 হার্টস PW ডিমিং এবং 1400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
Redmi K60 ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Gen 2 চিপসেটে রান করে। এতে 16GB RAM এবং 512GB স্টোরেজ রয়েছে। এই ফোনটি LPPDDR5 RAM + UFS 3.1 storage এ কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K60 তে 5500mAh ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া এই ফোনে 30W wireless charging ফিচার রয়েছে। আরও পড়ুন: BGMI-এর ভারতে রিলঞ্চ সম্পর্কে KRAFTON-এর বড় বিবৃতি, ফেরার সম্ভাবনা কতটা? জেনে নিন ডিটেইলস
ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Redmi K60 ফোনটির ব্যাক প্যানেলে 64MP Omnivision OV64B প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনটিতে OIS + EIS সাপোর্ট করে এবং f/2.2 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও f/2.4 অ্যাপারচার যুক্ত 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। এই ফোনটির ফ্রন্ট প্যানেলে f/2.0 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন