শীঘ্রই POCO তাদের POCO F7 Pro ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি জনপ্রিয় POCO F সিরিজের অধীনে গত বছর লঞ্চ হওয়া POCO F6 Pro স্মার্টফোনের আপগ্রেড ভার্সন হবে। একটি লেটেস্ট অনলাইন লিস্টিঙের মাধ্যমে POCO F7 Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে ফোনের চিপসেট, অ্যান্ড্রয়েড ভার্সন এবং ডিসপ্লে রয়েছে। জানিয়ে রাখি POCO F7 Pro ফোনের সঙ্গে একটি Ultra মডেলও লঞ্চ করা হতে পারে, তবে রিপোর্ট অনুযায়ী ফোনগুলি ভারতে পেশ করা হবে না।
POCO F7 Pro এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন (লিক)
- POCO F7 Pro ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে Device Info HW অ্যাপ্লিকেশনে আপলোড করা হয়েছিল।
- লিস্টিঙ অনুযায়ী POCO F7 Pro ফোনে Snapdragon 8 Gen 3 চিপসেট সহ Adreno 750 GPU দেওয়া হবে।
- আপকামিং ফোনটি Android 15 সহ কাজ করবে। এই ফোনটি 12GB LPDDR5X RAM, UFS স্টোরেজ, NFC এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার থাকবে।
- POCO F7 Pro ফোনটিতে 3200 x 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড QHD+ স্ক্রিন দেওয়া হবে।
আগেই TDRA, IMDA এবং FCC ওয়েবসাইটগুলিতে POCO F7 Pro ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিং অনুযায়ী ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5830mAh ব্যাটারি দেওয়া হবে। POCO F7 Pro ফোনটি Android 15 এবং HyperOS 2.0 সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি লিক অনুযায়ী POCO F7 Pro ফোনটি এই সিরিজের নতুন মিড ভেরিয়েন্ত হবে। এই সিরিজের অধীনে POCO F7 এবং POCO F7 Ultra স্মার্টফোন রয়েছে। এই তিনটি ফোন Redmi স্মার্টফোনের রিব্র্যান্ড ভার্সন হতে চলেছে।
- POCO F7 ফোনটি Redmi Turbo 4 ফোনের রিব্র্যান্ড ভার্সন হবে।
- POCO F7 Pro ফোনটি Redmi K80 Pro ফোনের রিব্র্যান্ড ভার্সন হবে।
- POCO F7 Ultra ফোনটি Redmi K80 ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে চলেছে।
আগেই জানিয়েছিল ভারতে শুধুমাত্র POCO F7 ফোনটি লঞ্চ করা হবে, তবে Pro এবং Ultra মডেল ভারতে পেশ করা হবে না। বর্তমানে POCO এর পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের POCO F7 সিরিজ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।