ভারতে আগামী সপ্তাহে POCO X7 সিরিজ লঞ্চ করা হবে। একদিকে যেখানে কোম্পানি নতুন POCO ফোন লঞ্চের প্রস্ততিতে ব্যাস্ত তেমনই কোম্পানি তাদের প্রোডাক্ট পোর্টফোলিও Xiaomi ওয়েবসাইটে শিফট করা শুরু করে দিয়েছে। গত বছর অক্টোবর মাসে POCO ঘোষণা করে জানিয়ে দিয়েছিল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করে Xiaomi ওয়েবসাইটে শিফট করা হবে। এবার কিছু গ্লোবাল মার্কেটে POCO ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে এবং Xiaomi ওয়েবসাইটে একটি নতুন ডেডিকেটেড সেকশন তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: প্রকাশ্যে এল POCO X7 Pro ফোনের দাম, AnTuTu স্কোর, ব্যাটারি ডিটেইলস, জেনে নিন বিস্তারিত
বন্ধ হয়েছে POCO গ্লোবাল ওয়েবসাইট
- ইউরোপের লোকাল বাজার সহ পোকোর গ্লোবাল ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দিয়েছে।
- সাইট এখনও পর্যন্ত চলছে, তবে এতে নতুন কোনো তথ্য শেয়ার করা হয়নি। এছাড়া POCO স্টোর এখনও পর্যন্ত চালু করা হয়নি।
- POCO ইন্ডিয়ার ওয়েবসাইটে সম্প্রতি লঞ্চ হওয়া সমস্ত প্রোডাক্ট দেখা যাচ্ছে।
- গ্লোবাল Xiaomi ওয়েবসাইটে POCO প্রোডাক্টের জন্য একটি ডেডিকেটেড সেকশন তৈরি করা হলেও ভারতীয় সাইটের ক্ষেত্রে এমনটা এখনও করা হয়নি।
- শুরুতে এই সিদ্ধান্ত শুধুমাত্র পোকো গ্লোবাল ওয়েবসাইটের জন্য গ্রহণ করা হয়েছিল। তাই এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে এই পদক্ষেপ ভারতীয় সাইটেও করা হবে কি না।
ভারতে শুরুর দিকে অনলাইন এক্সক্লুসিভ থাকার পর POCO অফলাইন বাজারে আসার পরিকল্পনা করছে। ব্র্যান্ডের ফোন প্রথমে বিশেষভাবে ফ্লিপকার্ট এবং পরবর্তী সময়ে আমাজনের মাধ্যমেও সেল করা হয়। তবে এই বছর থেকে POCO অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে তাদের ফোন বেচবে বলে শোনা যাচ্ছে। এই পদক্ষেপের ফলে ভারতের বাজারে পোকো ফোনের সেল বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। Xiaomi আগে থেকেই ভারতে যথেষ্ট শক্তিশালী একটি ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, এর ফলে অফলাইন বাজারে পা রাখতে পোকোর কোনো সমস্যা হবে না।
আগামী 9 জানুয়ারি POCO ভারতের বাজারে তাদের X7 সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে। এই সিরিজের অধীনে POCO X7 এবং POCO X7 Pro নামের দুটি ফোন পেশ করা হবে। X7 Pro ফোনটি ভারতের প্রথম HyperOS 2.0 (Android 15) সহ স্মার্টফোন হতে চলেছে বলে জানা গেছে। আরও জানা গেছে এই ফোনগুলি এক্সক্লুসিভভাবে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।