8GB RAM এর সঙ্গে আসছে POCO X3, 19,999 টাকা দামে 22 সেপ্টেম্বর হতে পারে লঞ্চ

বিগত বেশ কিছু দিন ধরে টেক কোম্পানি POCO এর নাম শিরোনামে উঠে রয়েছে। কোম্পানি গত সপ্তাহেই ভারতে তাদের 10,999 টাকার প্রাথমিক দামে তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন POCO M2 লঞ্চ করেছিল। এবার শোনা যাচ্ছে কোম্পানি আগামী 22 সেপ্টেম্বর POCO X3 নামে একটি নতুন ফোন লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনটি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি তবে গুগলে ফোনটির ইন্ডিয়ান ভেরিয়েন্ট লিস্টেড করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দীপাবলির আগে ভারতে লঞ্চ হবে OPPO F21 Pro, ফোনটি হবে OPPO F17 Pro এর চেয়েও পাতলা

আসলে গুগল প্লে কনসোলে POCO X3 ফোনটির নাম দেখা গেছে এবং ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। এই লিস্টিঙে ফোনটিতে 8 জিবি র‍্যাম দেওয়ার কথা বলা হয়েছে, মনে করা হচ্ছে এটিই ফোনটির ভারতীয় ভেরিয়েন্ট। প্রসঙ্গত জানিয়ে রাখি কয়েক দিন আগে গ্লোবাল মার্কেটে POCO X3 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছিল। তাই ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট দেখে মনে করা হচ্ছে এটি ফোনটির ইন্ডিয়ান ভেরিয়েন্ট।

মনে করিয়ে দিই একটি নতুন লিক অনুযায়ী ভারতে POCO X3 ফোনটি আগামী 22 সেপ্টেম্বর লঞ্চ করা হতে পারে এবং এর দাম রাখা হবে 18,999 টাকা থেকে 19,999 টাকার মধ্যে। এইসব দেখে শুনে মনে করা হচ্ছে ভারতে POCO X3 এর 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 20 হাজার টাকার কম দামে সেল করা হবে। তবে ফোনটির লঞ্চ ডেট জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: দাম কমল 8GB RAM ও বড় ব‍্যাটারীযুক্ত Vivo S1 Pro ও Y50 এর, জেনে নিন নতুন দাম

POCO X3

কোম্পানির POCO X3 ফোনটির গ্লোবাল ভেরিয়েন্টে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডট ডিসপ্লে আছে। ফোনটির ডিসপ্লে 120 হার্টস রিফ্রেসরেটে কাজ করে এবং এর টাচ স‍্যাম্পেলিং রেট 240। ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত মিইউআই 12 এ কাজ করে এবং এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 732জি চিপসেট আছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য POCO X3 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.73 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের SONY IMX682 সেন্সর দেওয়া হয়েছে যার মধ্যে একটি বড় সেন্সর সাইজ ও 1.6 মাইক্রন 4 ইন 1 সুপার পিক্সেল আছে। এছাড়া এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের 119 ডিগ্রি আল্ট্রা ওয়াইড সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও এক‌ই অ্যাপার্চার ও মেগাপিক্সেলযুক্ত একটি ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here