Exclusive: POCO X3 Pro এই স্টোরেজ আর কালার অপশনে লঞ্চ হবে

POCO X3 Pro এর সম্পর্কে অনেক দিন ধরেই খবর আসছিল যে এই ফোনটিকে খুব শিঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হতে পারে। আবার ফোনটি এখানো পর্যন্ত অনেক গুলো সার্টিফিকেশন সাইটে লিস্ট হয়ে গেছে, যার মধ্যে ফোনের স্পেসিফিকেশন্স সম্পর্কিত তথ্য সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছিল যে স্পিড আর মাল্টিটাস্কিং এর জন্য কোয়ালকোম স্ন‍্যাপড্রাগন 860 প্রসেসরের ব‍্যবহার হতে পারে। এছাড়া ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে ফুল এইচডি+ ডিসপ্লে পাওয়া যেতে পারে। আবার এখন পোকো এক্স 3 প্রো এর র‍্যাম, স্টোরেজ আর কালার এর তথ্য সামনে এসেছে। 91mobiles কে এক্সক্লুসিভ ভাবে টিপস্টার Sudhanshu এই কথা জানিয়েছেন। আসুন জেনে নিই ফোনটিকে কোন কালার আর র‍্যাম এবং স্টোরেজের সাথে পেশ করা হবে।

8GB পর্যন্ত র‍্যাম হবে

আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী Poco DE Pro তে 6GB+128GB আর 8GB+256GB ভেরিয়েন্ট থাকবে। এছাড়া ফোনটিকে Blue, Black আর Bronze কালার অপশনে পেশ করা হবে। এটুকুই নয় Poco X3 Pro তে পাওয়ার ব‍্যাক আপের জন্য 5,200 mah এর ব‍্যাটারি দেওয়া যেতে পারে।

ইন্ডিয়ান সাইটে লিস্ট হল পোকো এক্স 3 প্রো

POCO X3 প্রো ইন্ডিয়া লঞ্চের আশা আছে কেননা ফোনটি কিছু সময় আগে BIS সার্টিফিকেশন পেয়ে গেছে। সার্টিফিকেশন সাইটে কিছু তথ্য সামনে এসেছিল, তার অনুযায়ী ফোনটি শুধু 4জি এলটিই কানেক্টিভিটি এর সাথে পেশ করা হতে পারে। আশা করা যায় খুব শীঘ্রই POCO X3 প্রো এর লঞ্চ ডেট আর অন‍্যান‍্য তথ্য সামনে আসবে।

POCO X3 এর স্পেসিফিকেশন্স

লঞ্চ হয়ে যাওয়া POCO X3 এর কথা বলা হলে এতে 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স‍্যাম্পলিং রেট, একটি পাঞ্চ হোল কাট‌আউট আর গোরিলা গ্লাস 5 লেয়ার এর প্রোটৈকশন আছে। সাথে ফোনটি কোয়ালকোম স্ন‍্যাপড্রাগন 732 SoC অ্যাড্রিনো 618 GPU এ কাজ করে। আবার ফোনে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে, যাকে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। এটুকুই নয় ফোনটি MIUI 12 কাস্টম স্কিনের সাথে অ্যান্ড্রয়েড 10 ওএস এ কাজ করে আর পাওয়ার ব‍্যাক আপের জন্য ফোনে 33W ফাস্ট চার্জিং এর সাথে 6,000mah এর ব‍্যাটারি আছে।

এছাড়া POCO X3 তে 64MP Sony IMX682 প্রাইমারি সেন্সর, 13MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ম‍্যাক্রো শট এর জন্য 2MP সেন্সরের সাথে একটি কোয়াড ক‍্যামেরা সেটাপ আছে। এতে সামনে 20MP এর সেল্ফি স্ন‍্যাপার আর সুরক্ষার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। কানেক্টিভিটি অপশন হিসেবে ফোনে আইআর ব্লাস্টার, এন‌এফসী, 4জি এলটিই, ডুয়াল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট আর 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক উপস্থিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here