পোকো তাদের X6 সিরিজের অধীনে এই বছর জানুয়ারি মাসে তাদের দুটি স্মার্টফোন পেশ করেছে। এর মধ্যে থেকে POCO X6 Pro 5G ফোনটি আপাতত 7,500 টাকা ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। জানিয়ে রাখি এই ফোনটি ভারতীয় বাজারে যথেষ্ট জনপ্রিয় এবং অনলাইন শপিং সাইটে এটি 4.3 রেটিং পেয়েছে। যারা একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
POCO X6 Pro 5G ফোনের দাম এবং অফার
- POCO X6 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছিল।
- ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ সহ বেস মডেলে 6,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। একইসঙ্গে 1,500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে।
- দুটি অফার মিলিয়ে POCO X6 Pro 5G ফোনের দাম পড়বে মাত্র 19,499 টাকা। মনে করিয়ে দিই ফোনটির লঞ্চ প্রাইস ছিল 26,999 টাকা।
- অন্যদিকে ফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেলে 5,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে 28,999 টাকা দামের ফোনটি পাওয়া যাবে মাত্র 22,999 টাকার বিনিময়ে।
- জানিয়ে রাখি এই অফার পাওয়া যাবে এসবিআই ক্রেডিট, ডেবিট কার্ড পেমেন্ট এবং EMI ট্রানজংকশনের ওপর।
- কোম্পানির পক্ষ থেকে নো কস্ট EMI অপশনও দেওয়া হচ্ছে। এর সাহায্যে 3 থেকে 6 মাসের সহজ কিস্তির মাধ্যমে ফোনটি কেনা যাবে।
- এক্সচেঞ্জ অফার হিসাবে পূরণও ফোনের কন্ডিশনের ওপর নির্ভর করে 13,850 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
কোথা থেকে কিনবেন?
উপরোক্ত সমস্ত অফার শপিং সাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সমস্ত অফার সম্পর্কে জানা যাবে। এছাড়াও এই ফোনটি অফলাইন রিটেইল আউটলেটের মাধ্যমেও কেনা যাবে।
POCO X6 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: POCO X6 Pro 5G ফোনে 6.67-ইঞ্চির 1.5K এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট, 1800nits ব্রাইটনেস এবং গোরিলা ফ্ল্যাশ প্রটেকশন রয়েছে।
- প্রসেসর: এই ফোনে MediaTek Dimensity 8300 Ultra প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। বাজারে ফোনটির 8GB + 256GB এবং 12GB + 512GB অপশন সেল করা হয়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS সহ 64MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: POCO X6 Pro 5G ফোনে IP54 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্পিকার, IR ব্লাস্টারের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HyperOS সহ পেশ করা হয়েছে।