ভারতে লঞ্চ হল 204Km/h টপ স্পীডের ইলেকট্রিক স্পোর্টস কার, সিঙ্গেল চার্জে পাওয়া যাবে 484KM এর রেঞ্জ

শেষমেশ ভারতে Porsche Taycan EV লঞ্চ হলো। এই ইলেকট্রিক কারটিকে ভারতে 1.50 কোটি টাকা দামে পেশ করা হয়েছে। Porsche এর এই ইলেকট্রিক স্পোর্টস কারটিকে সিলেক্টেড গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। Porsche Taycan EV গাড়িটি নিজের পারফরম্যান্স এবং অসাধারণ ডিজাইনের জন্য পরিচিত। ব‍্যাটারী চালিত এই ইলেকট্রিক কারটি Porsche এর সবচেয়ে ফাস্ট কার। এখানে আমরা আপনাকে Porsche Taycan EV এর সম্পর্কে ডিটেইলে বলবো।

Porsche Taycan EV এর মডেল

Porsche Taycan EV গাড়িটিকে চারটি মডেল যথাক্রমে―Taycan, Taycan 4S, Turbo এবং Turbo S মডেলে পেশ করা হয়েছে। এর সাথেই Porsche Taycan EV কে Cross Turismo 4S, Turbo এবং Turbo S ভার্সনে পেশ করা হয়েছে।

Porsche Taycan EV এর পারফরম্যান্স

Porsche Taycan Turbo S কারটি নিজের অসাধারণ পারফরম‍্যান্সের কারনে শিরোনামে আছে। এটি Porsche এর সবচেয়ে শক্তিশালী স্পোর্টস কার গুলির মধ্যে একটি। এই গাড়িটি 761 PS এর পাওয়ার জেনারেট করে যা মাত্র 2.8 সেকেন্ডে 100 kmph এর দ্রুততা ধরতে সক্ষম। এর সাথেই Taycan Turbo S Cross Turismo গাড়িতে 761 PS এর পাওয়ার পাওয়া যায় যা 0 থেকে 100Km/h এর দ্রুততা মাত্র 2.9 সেকেন্ডে ধরতে সাহায্য করে।

Porsche Taycan EV এর রেঞ্জ

রেঞ্জের কথা বলা হলে Porsche এর এন্ট্রি লেভেলের Taycan EV রেয়ার হুইল ড্রাইভে সিঙ্গেল চার্জে 484km পর্যন্ত রেঞ্জ অফার করে। WLTP এর অনুযায়ী এই রেঞ্জ পারফরম্যান্স ব‍্যাটারী প্লাসে পাওয়া যাবে। এর সাথেই স্ট‍্যান্ডার্ড সিঙ্গেল ডেকে 79.2kWh পারফরম্যান্স ব‍্যাটারী‌র সাথে এন্ট্রি লেভেল মডেলটিকে 300kW পর্যন্ত (408 PS) এর ওভারবুস্ট মোড সহ পেশ করা হয়েছে, যেটিকে 350kW (476 PS) পর্যন্ত বাড়ানো যাবে। এই গাড়িটিকে 2-ডেক 93.4 kWh পারফরম্যান্স ব‍্যাটারী প্লাস অপশনের সাথে পেশ করা হয়েছে।

Porsche জানিয়েছে যে Taycan Cross Turismo গাড়িটি পারফরম্যান্স এবং রেঞ্জের মাঝে পারফেক্ট ব‍্যালেন্স অফার করে। এর সাথেই Porsche এর Taycan 4S Cross Turismo ইলেকট্রিক গাড়িটি 490 PS এবং 571 PS (ওভারবুস্ট মোড) সাপোর্ট করে। এই গাড়িটির টপ স্পীড 240 know এবং এই গাড়িটি 100 kmph এর দ্রুততা শুধুমাত্র 4.1 সেকেন্ডে ধরে নিতে সক্ষম। Porsche এই ইভিটির সাথে ভারতে আপডেটেড Macan কেও লঞ্চ করেছে, যার ভারতে দাম শুরু হয় 83 লাখ টাকায় (এক্স শোরুম)।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here