Xiaomi এর নাম টেক কোম্পানি গুলির মধ্যে অন্যতম যা কিনা নিজের কম দামি মোবাইল ফোনের দ্বারা অনেক সংখক ভক্ত নিজের করতে পেরেছে। কম দামের ফোনের ফোনের দৌলতে ইন্ডিয়াতে প্রসিদ্ধ হওয়ার পরে শাওমি তার ভক্তদের জন্য একটি নতুন অফার শুরু করেছে। এই অভূতপূর্ব অফারের সৌজন্যে কোম্পানির তরফ থেকে একটি দুটি নয় 10 টি স্মার্টফোন ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে আর এই মোবাইল ফোন গুলিতে 2,000 টাকা ছাড় সহ কেনা যাবে।
রেডমি ব্রান্ডের স্মার্টফোন গুলিতে দাম কমানোর পরে কোম্পানি Redmi Note 9 Pro Max, Redmi Note 9 Pro, Redmi Note 9, Redmi 9 Prime আর Redmi 9i এর দাম কমিয়েছে। শাওমি এর এই অফার 1 মার্চে শুরু হয়েছে যা 15 মার্চ পর্যন্ত চলবে। 15 দিন চলা এই অফারে উপরোক্ত সমস্ত স্মার্টফোন কম দামে কেনা যাবে। কোন ফোনের দাম কত টাকা কমেছে তার সম্পূর্ণ তথ্য আগে দেওয়া হয়েছে।
কোন ফোনের কত টাকা দাম কম ড়ল
Redmi Note 9 Pro Max এর কথা বলা হলে 64 এমপি কোয়াড রিয়ার আর 32 এমপি সেল্ফি ক্যামেরা সাপোর্ট করা এই স্মার্টফোনের দাম কোম্পানি সরাসরি 2,000 টাকা কমিয়েছে। ফোনের 6 জিবি র্যাম + 64 জিবি ভেরিয়েন্টটি এখনো পর্যন্ত 16,999 টাকায় বিক্রি হচ্ছিল কিন্তু অফার থাকায় এই ভেরিয়েন্টের দাম 14,999 টাকা হয়েছে। এই ভাবেই 18,499 টাকা দামের ফোনের 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের এক হাজার টাকার দাম কমানোর পরে 17,499 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: আগামী 5 মার্চ লঞ্চ হবে কম দামের Realme C21 স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব্যাটারী
Redmi Note 9 Pro এরও সবথেকে বড়ো ভেরিয়েন্টে 2,000 টাকা এবং ছোট ভেরিয়েন্টে 1,000 টাকা কমে কেনা যাবে। ফোনের 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকার থেকে কমে 13,999 টাকা হয়েছে এবং 13,999 টাকা দামের 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমে 12,999 টাকা হয়েছে।
Redmi Note 9 স্মার্টফোনটি অফারের জন্য কম দামে কেনা যাবে। ফোনের 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম আগে 14,999 টাকা ছিল যা এখন 13,999 টাকা হয়ে গেছে। এই ভাবেই ফোনের 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজের বেস ভেরিয়েন্টটি 11,999 টাকার বদলে এখন 1,000 টাকা কমে 10,999 টাকায় কেনা যাবে। শাওমি রেডমি 9 এর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 500 টাকা কম হয়ে 12,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: ব্র্যান্ডের প্রথম 5G স্মার্টফোন হতে চলেছে POCO F3, সুন্দর স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে হবে লঞ্চ
Redmi 9 Prime এর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমে 11,999 টাকার জায়গায় ফোনটিকে 10,999 টাকায় কেনা যাবে। এই ভাবেই 500 টাকা কম হওয়ার পরে ফোনের 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকার থেকে কমে 9,499 টাকা হয়েছে। অফারের জন্য 4 জিবি + 64 জিবি স্টোরেজের Redmi 9i ও শুধুমাত্র 7,999 টাকায় কেনা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন