শাওমি কিছু দিন আগেই টেক জগতে তাদের ‘রেডমি কে’ সিরিজে Redmi K40, Redmi K40 Pro ও Redmi K40 Pro Plus স্মার্টফোন লঞ্চ করেছিল। আপাতত কোম্পানির পক্ষ থেকে ফোন তিনটি তাদের ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে লঞ্চ করা হয়েছে এবং শোনা যাচ্ছে শীঘ্রই বিশ্বের অন্যান্য মার্কেটেও পেশ করা হবে। আন্তর্জাতিক মার্কেটের পাশাপাশি রেডমি কে40 সিরিজ ভারতেও আনা হবে, তবে খবর পাওয়া গেছে ভারতে এই ফোন Redmi K40 নয়, বরং POCO F3 নামে সেল করা হবে।
আরও পড়ুন: বিশ্বের প্রথম 18 জিবির স্মার্টফোন 10 মার্চ লঞ্চ হতে চলেছে, 6,000 এমএএইচ এর ব্যাটারি ও থাকবে সাথে
শুনতে অবাক লাগলেও নতুন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, চীনে লঞ্চ করা রেডমি কে40 সিরিজ গ্লোবাল মার্কেটে পোকো ব্র্যান্ডের হয়ে সেল করা হবে। রেডমি কে40 ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন বিভিন্ন মার্কেটে POCO F3 নামে পেশ করা হবে বলে জানা গেছে। আন্তর্জাতিক মার্কেটের পাশাপাশি ভারতেও POCO F3 লঞ্চ করা হতে পারে। আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসি লিস্টিং থেকে Redmi K40 aka POCO F3 সম্পর্কে জানা গেছে।
Redmi K40
চীনে Redmi K40 তে স্যামসাঙের তৈরি 6.67 ইঞ্চির AMOLED E4 ট্রুটোন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট ও HDR 10+ সাপোর্ট করে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 1,300 নিটস, কন্ট্রাস্ট রেশিও 5000000:1 এবং পিক্সেল ডেনসিটি 515 পিপিআই। এই ডিসপ্লের 120 হার্টস রিফ্রেশরেট প্রয়োজন হলে 30 হার্টস পর্যন্ত নিচে নামতে পারে। Redmi K40 এর ডিসপ্লের টাচ স্যাম্পেলিং রেট 360 হার্টস।
আরও পড়ুন: 8GB র্যাম আর 64MP ক্যামেরার Xiaomi Mi 10T এর দাম হল 3000 টাকা কম, সুযোগ হারানোর আগে নিজের করে নিন
এই কম দামের প্রিমিয়াম স্মার্টফোনে কোম্পানি 5জি সাপোর্টেড Qualcomm Snapdragon 870 SoC যোগ করেছে। কোম্পানির কথা অনুযায়ী স্ন্যাপড্রাগন 870 চিপসেটে sub-6 GHz ও mmWave এ 5জি স্মার্টফোন কাজ করবেএবং এটি Ultra-intuitive AI যুক্ত। অর্থাৎ মোবাইল গেমের শৌখিন ইউজারদের জন্য ফোনটি যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে।
ফোটোগ্রাফির জন্য Redmi K40 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ও সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে দেওয়া রেয়ার ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 4 মার্চে আসতে চলেছে Xiaomi এর Redmi Note 10 সিরিজ, লঞ্চের আগে জেনে নিন এর বিশেষ ফিচার্স গুলো
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,520 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই টেকনোলজি ফোনের ব্যাটারী মাত্র 50 মিনিটের মধ্যে পুরোপুরি চার্জ করতে সক্ষম। এছাড়া কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 5জি, 4জি এলটিই, ওয়াইফাই 6ই, ব্লুটুথ 5.2, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি, আইআর ব্লাস্টার ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন