নেপালে ব‍্যানড হল PUBG! এবার কি ভারতের পালা?

পাবজি অর্থাৎ প্লেয়ার আননোন ব‍্যাটেলগ্ৰাউন্ড একটি খেলা নয়, ভালোবাসায় পরিণত হয়েছে। পাবজি খেলোয়াড়দের কোনো নির্দিষ্ট বয়স হয় না, সকল বয়সের মানুষ‌ই এই গেমে আসক্ত। যখন পাবজি ভারতে আসে তখন কেউ ভাবতে পারেনি গেমটি এত পরিমাণে ছড়িয়ে পড়বে। শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের সকল দেশে পাবজির ট্রেন্ড ক্রমশ বেড়েই চলেছে। ভারতে বারবার পাবজি ব‍্যানড করার কথা উঠছে, সেখানে দাঁড়িয়ে নেপাল আরও এক কদম এগিয়ে রয়েছে এবং সেখানে পাবজি ব‍্যানড করার ঘোষণা করা হয়েছে।

400 টাকার কম দামের আনলিমিটেড কলিঙের বেস্ট প্ল‍্যান, জেনে নিন কোনটির কি সুবিধা

নেপাল টেলিকমিউনিকেশনের অথরিটি (NTA) তাদের দেশে পাবজি ব‍্যানড করার আদেশ দিয়ে দিয়েছে। এটিএর ডেপুটি ডাইরেক্টর সন্দীপ অধিকারী তার বক্তব্যে বলেছেন পাবজির হিংসাত্মক কন্টেন্টের কারণে বাচ্চাদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। ডেপুটি ডাইরেক্টর হিমালয়ান নেশনস ফেডেরাল ইনভেস্টিগেশন অথরিটির হস্তক্ষেপের পর গত বৃহস্পতিবার নেপালের সমস্ত মোবাইল অপারেটর ও নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারদের আদেশ দিয়েছেন যাতে তারা তাদের নেট‌ওয়ার্কে পাবজি গেমের স্ট্রিমিং ব্লক করে দেন। অর্থাৎ ফোনে পাবজি থাকলেও নেপালে কেউ ওয়াইফাই বা ডেটা প্ল‍্যান ব‍্যবহার করে পাবজি খেলতে পারবেন না।

এই খবর লেখার সময় নেপালে অবস্থিত কিছু বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পারি তখনও তাদের ফোনে পাবজি চলছে। তাদের কাছে আলাদা আলাদা কোম্পানির নাম্বার আছে এবং সেই সমস্ত নাম্বারে পাবজি খেলা যাচ্ছে। পাবজি ব‍্যানড করার কথায় নেপালের জনগণের দাবি, কোনো গেম ব‍্যানড করা কোনো স্থায়ী সমাধান নয়। গেম ব‍্যানড করার থেকে ভালো সরকারের পক্ষ থেকে পাবজি খেলার কিছু নির্দেশ দেওয়া হোক এবং সকলকে সেই নির্দেশ মানতে হবে।

4,499 টাকা দামের রেডমি গো নাকি 3,999 টাকা দামের নোকিয়া 1, জেনে নিন কোন ফোনটি বেস্ট

গুজরাটেও ব‍্যানড
প্রসঙ্গত ভারতের কিছু শহরে পাবজি ব‍্যানড করার প্রস্তাব উঠেছে। গুজরাটে গত 30 মার্চ এই গেম ব‍্যানড করা হয়েছে এবং এরপর পাবজি খেলার অপরাধে সেখানে 10 জনকে গ্ৰেফতার করা হয়েছে। যুবকদের গ্ৰেফতারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর পাবজি গেমের কোম্পানি টেনসেন্ট ইন্ডিয়া প্লেয়ারদের সঙ্গে সহযোগে ব‍্যানড তোলার জন্য অনুরোধ করেছে।

ঘটে গেছে একাধিক দুর্ঘটনা
ভারতের বিভিন্ন এলাকায় পাবজির সঙ্গে জড়িত একাধিক দুর্ঘটনা ঘটে গেছে। এই মাসের শুরুর দিকে হায়দরাবাদের এক 16 বছরের কিশোর সম্ভাশিভ আত্মহত্যা করে। সম্ভাশিভ দশম শ্রেণীর ছাত্র ছিল, পরীক্ষার সময় পড়ার বদলে পাবজি খেলছিল। গেম খেলার জন্য তার মা তাকে বকা দিলে সে রেগে গিয়ে তার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 ফোনটি স্পেশাল এই পাঁচটি কারণে

এক‌ই ভাবে মুম্বাইয়ের এক 18 বছরের যুবক তার পরিবারের কাছে পাবজি খেলার জন্য হাইএন্ড স্মার্টফোন দাবি করে, কিন্তু পরিবারের পক্ষ থেকে তাকে না বলা হয়। এরপর সেই যুবক আত্মহত্যা করে। গাজিয়াবাদে এক দশম শ্রেণীর ছাত্র এই গেমের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজধানী দিল্লির বসন্তপুর এলাকায়, যেখানে পাবজি খেলার জন্য এক যুবক তার মা-বাবার হত্যা করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here