400 টাকার কম দামের আনলিমিটেড কলিঙের বেস্ট প্ল‍্যান, জেনে নিন কোনটির কি সুবিধা

রিলায়েন্স জিওর টেলিকম সেক্টরে পা রাখার পর থেকেই ভারতে টেলিকম কোম্পানিগুলির মধ্যে ডেটার লড়াই শুরু হয়ে গেছে। ক্রমবর্ধমান এই লড়াইতে টিকে থাকার জন্য এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া ও বিএস‌এন‌এলের মতো কোম্পানিগুলি প্রায়ই কোনো না কোনো নতুন প্ল‍্যান পেশ করে চলেছে। আজ আমরা আপনাদের রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া ও বিএস‌এন‌এলের সেইসব প্ল‍্যানের কথা বলব যার দাম 400 টাকার কম এবং এই প্ল‍্যানে ডেটা ও কলিঙের দারুণ বেনিফিট পাওয়া যায়।

4,499 টাকা দামের রেডমি গো নাকি 3,999 টাকা দামের নোকিয়া 1, জেনে নিন কোন ফোনটি বেস্ট

জিও
রিলায়েন্স জিওর 399 টাকার প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 1.5 জিবি করে ডেটা দেওয়া হয়। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 84 দিন। এর সঙ্গে এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। এছাড়া কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এর সঙ্গে জিও সিনেমা, জিও টিভির মতো অন‍্যান‍্য জিও সার্ভিসের সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যাবে।

400 টাকার কম দামে কোম্পানির 349 টাকা দামের‌ও একটি প্ল‍্যান আছে। এই প্ল‍্যানে জিওর পক্ষ থেকে প্রতিদিন 1.5 জিবি ডেটা, আনলিমিটেড কল, 100টি করে এস‌এম‌এস ও জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়। তবে এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 70 দিন।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 ফোনটি স্পেশাল এই পাঁচটি কারণে

এয়ারটেল
যদি এয়ারটেলের 400 টাকার কম দামের প্ল‍্যানে সব অফার প্রায় জিওর প্ল‍্যানের মতোই। এই প্ল‍্যানে আনলিমিটেড লোকাল ও ন‍্যাশানাল কলের সুবিধা পাওয়া যাবে যার ভ‍্যালিডিটি 84 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি 3জি/4জি ডেটা পাওয়া যায়। অর্থাৎ 84 দিনে মোট 84 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। এর আগে এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 70 দিন ছিল এবং প্রতিদিন 1.4 জিবি ডেটা পাওয়া যেত।

ভোডাফোন
ভোডাফোনের ক্ষেত্রেও 399 টাকার প্ল‍্যান আছে। যেখানে 84 দিনের জন্য 84 জিবি ডেটা পাওয়া যায়। অর্থাৎ প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া কোম্পানি এই প্ল‍্যানে প্রতিদিন 100টি এস‌এম‌এস দেয়। এতে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়।

এক্সক্লুসিভ : অসাধারণ ফিচারের সঙ্গে ভারতে আসতে চলেছে স‍্যামসাং গ‍্যালাক্সি এ2 কোর, জেনে নিন এই দুর্দান্ত ফোনের দাম

আইডিয়া
আইডিয়া তাদের গ্ৰাহকদের জন্য 392 টাকা দামের প্ল‍্যান লঞ্চ করেছে। এই প্ল‍্যানে ইউজারদের 250 মিনিট প্রতিদিন ও 1000 মিনিট প্রতি সপ্তাহে টকটাইম দেওয়া হয়। এছাড়া কোম্পানির 399 টাকার‌ও একটি প্ল‍্যান আছে। এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানেও 250 মিনিট প্রতিদিন ও 1000 মিনিট প্রতি সপ্তাহে টকটাইম পাওয়া যায়। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 84 দিন।

বিএস‌এন‌এল
এই মুহূর্তে দাঁড়িয়ে এয়ারটেল ও জিওর মতো কোম্পানিকে সবচেয়ে বেশি টক্কর বিএস‌এন‌এল‌ই দিচ্ছে। সরকারি টেলিকম কোম্পানি হ‌ওয়া সত্ত্বেও আকর্ষণীয় প্ল্যান দ্বারা গ্ৰাহকদের আকর্ষণ করছে। বিএস‌এন‌এলের 349 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি 64 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 3.2 জিবি ডেটা পাওয়া যায়। এছারাও আনলিমিটেড কলের সঙ্গে এতে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। এই প্ল‍্যানটি মুম্বাই ও দিল্লিতে কার্যকর নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here