স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 ফোনটি স্পেশাল এই পাঁচটি কারণে

সাউথ কোরিয়ার টেক কোম্পানি স‍্যামসাং তাদের দুটি নতুন ফোন স‍্যামসাং গ‍্যালাক্সি এ80স‍্যামসাং গ‍্যালাক্সি এ70 লঞ্চ করেছে। গ‍্যালাক্সি এ80 তে স্লাইডার প‍্যানেলের সঙ্গে রোটেটিং মেকানিজম‌ওয়ালা অত‍্যাধুনিক ক‍্যামেরা ফিচার আছে এবং গ‍্যালাক্সি এ70 তে ওয়াটারড্রপ নচের সঙ্গে ইনফিনিটি ইউ ডিসপ্লে আছে। দুটি ফোন‌ই যথেষ্ট অ্যাডভান্স। আজ আপনাদের গ‍্যালাক্সি এ80 ফোনটির এমন পাঁচটি বিশেষত্ব সম্পর্কে জানাবো যা একে বাজারের অন‍্যান‍্য ফোনের থেকে যথেষ্ট এগিয়ে রাখে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের বিশেষ ফিচার সম্পর্কে।

রিয়েলমি 3 এর লঞ্চ ডেট ঘোষণা হল, 22 এপ্রিল লঞ্চ হবে এই দারুণ ফোনটি

আলাদা ডিজাইন
স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 একদম নতুন ও অন‍্য ধরনের ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটির মাধ্যমে স‍্যামসাং রোটেটিং ক‍্যামেরার নতুন ট্রেন্ডের সূচনা করল। যদিও এই ধরনের টেকনোলজি এর আগে ওপ্পো এন1 ও ওপ্পো এন3 তে দেখা গেছে। কিন্তু কোনো ফোনে তিনটি ফ্রন্ট ক‍্যামেরা দেখা যায়নি। স‍্যামসাঙের এই ফোনে রেয়ার ও ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ একটাই। অর্থাৎ স‍্যামসাঙের এই নতুন ফোনে রোটেটিং স্লাইডার প‍্যানেল দেওয়া হয়েছে। সেলফির কম‍্যান্ড দিলে স্লাইডার প‍্যানেল ওপরে ওঠে এবং ফোন বডির বাইরে বেরিয়ে আসে। এরপর রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ফ্লিপ করে অর্থাৎ রোটেট হয়ে সামনে ঘুরে যায়।

অসাধারণ দাম
স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হ‌ওয়া কোম্পানির প্রথম স্মার্টফোন। এবং এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যার ফ্রন্ট প‍্যানেলে ট্রিপল লেন্স ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড সেন্সর ও একটি টিওএফ ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

এক্সক্লুসিভ : অসাধারণ ফিচারের সঙ্গে ভারতে আসতে চলেছে স‍্যামসাং গ‍্যালাক্সি এ2 কোর, জেনে নিন এই দুর্দান্ত ফোনের দাম

ডিসপ্লে
স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 তে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 2400 × 1080 পিক্সেল। এতে কোনো নচ দেওয়া হয়নি। এর আগে স‍্যামসাঙের কিছু ফোনে ইনফিনিটি-ও, ইনফিনিটি-ইউ ও ইনফিনিটি-ভি ডিসপ্লে ডিজাইন দেখা গেছে। এই নচে সেলফি ক‍্যামেরা দেওয়া হতো।

শক্তিশালী র‍্যাম ও স্টোরেজ
গ‍্যালাক্সি গ‍্যালাক্সি এ80 তে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। তবে এতে স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়নি।

ভারতে আসতে চলেছে কবজিতে বাঁধা এই ফোন, লুক দেখে প্রেমে পড়তে হয়

শক্তিশালী প্রসেসর
নচ ছাড়া স‍্যামসাং গ‍্যালাক্সি এ80এ স্ন‍্যাপড্রাগন 730জি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরটি কোয়ালকম কিছু দিন আগেই লঞ্চ করেছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 এই চিপসেটে লঞ্চ হ‌ওয়া প্রথম স্মার্টফোন।

শক্তিশালী ব‍্যাটারী ও নতুন অপারেটিং সিস্টেম
স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 তে 25 ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,700 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 অ্যান্ড্রয়েড 9 পাই বেসড ওয়ান ইউআইতে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here