4,499 টাকা দামের রেডমি গো নাকি 3,999 টাকা দামের নোকিয়া 1, জেনে নিন কোন ফোনটি বেস্ট

গুগল সেইসব ইউজারদের কথা মাথায় রেখে অ্যান্ড্রয়েড গো ভার্সন লঞ্চ করেছে যারা স্মার্টফোন ব‍্যবহার করতে চাইলেও বেশি খরচ করতে পারবেন না বা রাজি নন। অ্যান্ড্রয়েড গোর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনে অল্প র‍্যাম ও ছোট ইন্টারনাল মেমরি থাকা সত্ত্বেও এই ফোন স্মুথলি কাজ করে। গত মাসে শাওমি ভারতে তাদের অ্যান্ড্রয়েড গোযুক্ত স্মার্টফোন রেডমি গো লঞ্চ করে যার কড়া প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে নোকিয়ার অ্যান্ড্রয়েড গো ফোন নোকিয়া 1 কে। দামের দিক থেকে নোকিয়া 1 রেডমি গোর থেকে দামি হলেও গত সপ্তাহের প্রাইস কাটের পর এখন নোকিয়া 1 বেশি সস্তা হয়ে গেছে। যদি আপনি অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন কিনতে চান তবে আপনি হয়তো কনফিউজ হয়ে আছেন যে কোন ফোনটি বেশি ভালো এই ভেবে। আমরা আজ দুটি ফোনের ফিচার ও স্পেসিফিকেশনের তুলনা করতে চলেছি যা পড়ে আপনারা বুঝতে পারবেন নোকিয়া 1 ও রেডমি গোর মধ্যে কোন ফোনটি বেস্ট।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 ফোনটি স্পেশাল এই পাঁচটি কারণে

ডিজাইন
নোকিয়া 1 ও রেডমি গো দুটি ফোন‌ই পুরোনো ডিজাইনে পেশ করা হয়েছে যার মধ্যে বেজল লেস ডিসপ্লে বা নচ কিছুই নেই। রেডমি গো স্কোয়ার শেপের, তবে নোকিয়া 1 এর চারদিক কার্ভড। দুটি ফোনেই ডিসপ্লের ওপর দেওয়া বডি পার্টে সেলফি ক‍্যামেরা ও স্পীকার দেওয়া হয়েছে এবং নিচের বডি পার্টে নেভিগেশন বাটন দেওয়া হয়েছে। রেডমি গোর ব‍্যাক প‍্যানেলে ওপরে বাঁদিক ঘেঁষে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং নোকিয়া 1 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ব‍্যাক প‍্যানেলে মাঝখানে অবস্থিত। ডিজাইন ও লুকের দিক থেকে নোকিয়া 1 শাওমি রেডমি গোর তুলনায় বেশি আকর্ষণীয়।

ডিসপ্লে
নোকিয়া 1 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 4.5 ইঞ্চির ডব্লিউভিজিএ আইপিএস ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেওয়া হয়েছে।

এক্সক্লুসিভ : অসাধারণ ফিচারের সঙ্গে ভারতে আসতে চলেছে স‍্যামসাং গ‍্যালাক্সি এ2 কোর, জেনে নিন এই দুর্দান্ত ফোনের দাম

শাওমি রেডমি গোতে 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.0 ইঞ্চির এইচডি ডিসপ্লে আছে। স্ক্রিনের সাইজের দিক থেকে রেডমি গো নোকিয়া 1 এর থেকে এগিয়ে।

র‍্যাম ও স্টোরেজ
নোকিয়া 1 এ 1 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনে 8 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

রিয়েলমি 3 এর লঞ্চ ডেট ঘোষণা হল, 22 এপ্রিল লঞ্চ হবে এই দারুণ ফোনটি

শাওমি রেডমি গোতেও কোম্পানি 1 জিবি র‍্যাম ও 8 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। এই ফোনের মেমরিও 128 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফি সেগমেন্ট
নোকিয়া 1 এর ব‍্যাক প‍্যানেলে 5 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এতে 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ভারতে আসতে চলেছে কবজিতে বাঁধা এই ফোন, লুক দেখে প্রেমে পড়তে হয়

শাওমি রেডমি গোতে ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

প্রসেসর ও চিপসেট
নোকিয়া 1 ফোনটি 1.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়াডকোর প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে যা মিডিয়াটেক এমটি6737এম চিপসেটে রান করে।

শাওমি রেডমি গো 1.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়াডকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করে।

স‍্যামসাং পেশ করল গ‍্যালাক্সি এ20ই, কম দামে পাওয়া যাবে অসাধারণ ফিচার

ব‍্যাটারী
নোকিয়া 1 এ কোম্পানির পক্ষ থেকে 2,150 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

অপরদিকে শাওমি রেডমি গোতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

শাওমি শুরু করল “নি সুপার সেল”, জেনে নিন কোন ফোনে পাওয়া যাবে কত ছাড়

নির্ণয়
দামের দিক থেকে নোকিয়া 1 আজকের দিনে দাঁড়িয়ে রেডমি গোর থেকে 1,000 টাকা সস্তা। কিন্তু স্পেসিফিকেশনের দিক থেকে রেডমি গো নোকিয়া 1 এর থেকে এগিয়ে। লুকের দিক থেকে নোকিয়া 1 আকর্ষণীয় হলেও চিপসেট, ক‍্যামেরা ও ব‍্যাটারীর দিক থেকে রেডমি গো যথেষ্ট অ্যাডভান্স। তাই 1,000 টাকা বেশি খরচ করে নোকিয়া 1 এর বদলে রেডমি গো নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here