এই কমাপ্নি আনতে চলেছে Pushpa 2 থীমের সস্তা স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

দীর্ঘদিন ধরেই খবর পাওয়া যাচ্ছে টেক ব্র্যান্ড আইটেল তাদের ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোনে কাজ করছে এবং এই ফোনটি itel A80 নামে লঞ্চ করা হতে পারে। এবার কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। কোম্পানির আপকামিং A80 ফোনটি 2025 সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হবে। গোটা দেশ জুড়ে Pushpa 2 এর জনপ্রিয়তা এবং উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়ার জন্য কোম্পানির itel A80 ফোনটি Pushpa 2 থীমেই পেশ করা হবে।

Allu Arjun ফ্যানদের জন্য সুখবর

itel এর এই পদক্ষেপে আল্লু অর্জুন ভক্তরা যথেষ্ট খুশি হয়েছেন এবং কোম্পানির প্রশংসা শুরু হয়েছে। কোম্পানি অফিসিয়ালি ইমেইল করে জানিয়ে দিয়েছে সাধারণ মানুষদের সঙ্গে আরও ভালো করে রিলেট করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর ফলে ফিল্মের ফ্যানরা বেশ খুশি হয়েছেন। এই কোলাবোরেশন এখন থেকেই যথেষ্ট পজিটিভ রেসপন্স পেতে শুরু করেছে।

কোম্পানি জানিয়েছে ইনভেশন ও কনজিউমার এনগেজমেন্টের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটি ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হবে বলে কোম্পানি আশা করছে। কোম্পানি এই ফোনটি লঞ্চের মধ্য দিয়ে সিনেমা ও টেকনোলজির মেলবন্ধন ঘটাতে চাইছে।

কোম্পানি চিরাচরিত মার্কেটিঙের মাধ্যমে সাধারণ মানুষদের সঙ্গে কানেক্ট করতে চাইছে। এন্টারটেইনমেন্ট ও টেকনোলজি উভয়ের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আপকামিং A80 ফোনটি সকলের মনে দীর্ঘদিন পর্যন্ত জায়গা করে নেবে। ফোনটির স্পেসিফিকেশনও বেশ সুন্দর হবে বলে জানা গেছে।

মনে করিয়ে দিই কিছু দিন আগে গুগলে প্লে কনসোলে আইটেল এ80 ফোনটি itel-A671LC মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছিল। লিস্টিং অনুযায়ী এই ফোনে 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T603 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।

  • লিস্টিং অনুযায়ী itel A80 ফোনে 3GB RAM দেওয়া হবে। তবে ফোনটি একাধিক ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।
  • গুগল প্লে কনসোল থেকে জানা গেছে এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
  • এই ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড HD+ স্ক্রিন দেওয়া হবে এবং এটির পিক্সেল ডেনসিটি 320ppi হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here