12 জিবি র‍্যাম ও 1000 জিবি মেমরির সঙ্গে চলে এলো ASUS ROG II Ultimate Edition, সেল শুরু অক্টোবরে

বার্লিনে চলমান IFA 2019 উপলক্ষে তাইবানের কোম্পানি ASUS তাদের ASUS ROG II Ultimate Edition পেশ করেছে। এই ফোনটি কিছু মাস আগে কোম্পানির পেশ করা ASUS ROG II গেমিং ডিভাইসের পাওয়ারফুল ভার্সন। নতুন ASUS ROG II Ultimate Edition এ কোম্পানি 12 জিবি র‍্যাম ও 1 টিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে।

8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল কোয়াড ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Lenovo Z6 Pro

এছাড়া এই স্মার্টফোন এক্সক্লুসিভ মেট ব্ল‍্যাক ফিনিশ এবং ফাস্টার লাইট পারফর্মিং Cat 20 4G LTE সাপোর্টের সঙ্গে পেশ করা হয়েছে যা 2 জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পীড সাপোর্ট করে। এছাড়া অন‍্যান‍্য স্পেসিফিকেশন ASUS ROG II এর মতোই।

ASUS ROG II Ultimate Edition এ 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির বড়ো ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 391 পিপিআই যা 120 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম। এর সঙ্গে ASUS ROG II Ultimate Edition এর ডিসপ্লে প‍্যানেল 10 বিট এইচডিআর সাপোর্ট করে।

5 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে Jio Fiber সার্ভিস, 10টি সহজ স্টেপে জেনে নিন কিভাবে বুক করবেন

ASUS ROG II Ultimate Edition এ ফোটোগ্ৰাফির জন্য ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে একটি 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ASUS ROG II Ultimate Edition এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানির পক্ষ থেকে 6,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাটারী 30 ওয়াট ROG HyperCharge টেকনিক সাপোর্ট করে যা 3A কেবল দিয়েও চার্জ করা যায়। জানিয়ে রাখি এই ফোনের ব‍্যাটারী কুইক চার্জ 4.0 টেকনিক‌ও সাপোর্ট করে।

11 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে Nokia এর বড়ো ইভেন্ট, লঞ্চ হতে পারে Nokia 8.2, Nokia 7.2 এবং Nokia 6.2

দাম
ASUS ROG II Ultimate Edition এর দাম 1,199 পাউন্ড (প্রায় 95,000 টাকা) রাখা হয়েছে। এই হ‍্যান্ডসেটটি অক্টোবর থেকে সেল করা হবে। চীন ছাড়াও এই ফোনটি এই মাসের শেষের দিকে ইউরোপিয়ান মার্কেটে পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here