লঞ্চ হলো Nokia 7.2 এবং Nokia 6.2, দেখে নিন ফোনদুটির লুক, স্পেসিফিকেশন এবং দাম

Nokia টেক মঞ্চে বড়ো ঝড় তুলে দিয়েছে। কোম্পানি এক সঙ্গে 5টি স্মার্টফোন টেক মঞ্চে লঞ্চ করেছে। বার্লিনে চলমান IFA 2019 এর মঞ্চে কোম্পানি টেক জগতে নিজের আধিপত্য বজায় রাখার জন্য তিনটি নতুন ফিচার ফোন এবং দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Nokia 110, Nokia 800 Tough, Nokia 2720 Flip ফিচার ফোন এবং Nokia 6.2 ও Nokia 7.2 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানির নতুন ফিচার ফোনগুলি জানতে এখানে ক্লিক করুন। এই আর্টিকলে আমরা Nokia 6.2 ও Nokia 7.2 সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। 

সুন্দর ফিচারের সঙ্গে চলে এলো Lenovo K10 Note এবং A6 Note

Nokia 7.2 
Nokia 7.2 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রটেক্ট করা হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওয়ানযুক্ত অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 10 ওএস সেল‌আউট হ‌ওয়ামাত্র তাতে আপডেট হয়ে যাবে। প্রসেসিঙের জন্য Nokia 7.2 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। 

কোম্পানি Nokia 7.2 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং অপরটিতে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই দুটি ভেরিয়েন্টের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য Nokia 7.2 তে কোম্পানি রাউন্ড শেপের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে অবস্থিত রিঙের মধ্যে তিনটি ক‍্যামেরা সেন্সর এবং একটি ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। 

8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল কোয়াড ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Lenovo Z6 Pro

এক‌ই ভাবে Nokia 7.2 তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Nokia 7.2 একটি ডুয়েল সিম ফোন যা ওটিজি এবং ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনটি 3,500 এম‌এএইচের ব‍্যাটারী সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে Nokia 7.2 Cyan Green, Charcoal এবং Ice কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 

Nokia 6.2 
Nokia 6.2 তেও 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ফোনটির‌ও ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এই স্মার্টফোনটিও অ্যান্ড্রয়েড ওয়ানযুক্ত অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 10 ওএসে আপডেট হয়ে যাবে। প্রসেসিঙের জন্য Nokia 6.2 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেট দেওয়া হয়েছে। 

5 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে Jio Fiber সার্ভিস, 10টি সহজ স্টেপে জেনে নিন কিভাবে বুক করবেন

Nokia 6.2 ফোনটি 3 জিবি ও 4 জিবির দুটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 32 জিবি, 64 জিবি এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। সব কটি ভেরিয়েন্টের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। Nokia 6.2 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপ Nokia 7.2 এর মতোই। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। 

এর সঙ্গে Nokia 6.2 এর ব‍্যাক প‍্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। Nokia 6.2 তেও দুটি সিম ও একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য Nokia 6.2 তে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Nokia 6.2 তে 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। Nokia 6.2 ফোনটি Ceramic Black ও Ice কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 

11 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে Nokia এর বড়ো ইভেন্ট, লঞ্চ হতে পারে Nokia 8.2, Nokia 7.2 এবং Nokia 6.2

দাম
HMD Global এর পক্ষ থেকে Nokia 6.2 এর দাম রাখা হয়েছে 199 ইউরো (প্রায় 15,800 টাকা)। এই ফোনটি আগামী অক্টোবর মাস থেকে সেল করা শুরু হবে। অন‍্যদিকে Nokia 7.2 এর দাম 249 ইউরো (প্রায় 19,800 টাকা) রাখা হয়েছে যা এই মাস থেকেই সেল করা হবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here