10 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme 10 Pro 5G Coca-Cola Edition স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

Highlights

  • 10 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme 10 Pro 5G Coca-Cola Edition।
  • Realme 10 Pro 5G এর ফিচারই দেখা যাবে Coca-Cola Edition-এ।
  • ফোনটির ব্যাক প্যানেলে Coca-Cola-এর ব্র্যান্ডিং পাওয়া যাবে।

ভারতে লঞ্চ হতে চলেছে Realme 10 Pro 5G Coca-Cola Edition স্মার্টফোন। এই স্পেশাল এডিশন ফোনটি ভারতে আগামী সপ্তাহে 10 ফেব্রুয়ারি দুপুর 12:30 pm টার সময় লঞ্চ করা হবে। ভারতে আগেই Realme 10 Pro 5G ফোনটি পেশ করা হয়েছিল। বর্তমানে মনে করা হচ্ছে Coca-Cola Edition ফোনটিতে Realme 10 Pro 5G এর মতোই ফিচার ও স্পেসিফিকেশন পাওয়া যাবে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে রিলিজ হতে চলেছে এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

Realme 10 Pro 5G Coca-Cola Edition এর লঞ্চ ডেট

কোম্পানি অফিসিয়ালি Realme 10 Pro 5G Coca-Cola Edition এর লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে Realme 10 Pro 5G Coca-Cola Edition এর লঞ্চের তারিখ ল্যান্ডিং পেজে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে ফোনটির ডিটেইলস সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে এক টুইটার ইউজারের পোস্টের মাধ্যমে ফোনটির রেয়ার প্যানেল দেখা গেছে।

ছবিতে দেখা গেছে ফোনটি ডুয়েল টোন ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। ব্যাক প্যানেলে বাঁদিকে একটি কালো অংশের মধ্যে কোম্পানির লোগো এবং ক্যামেরা মডিউল অবস্থিত। এর পাশে ডানদিকে লাল রঙের মধ্যে কোকাকোলার ব্যান্ডিং দেওয়া হবে। এই ফোনটির স্পেসিফিকেশন Realme 10 Pro 5G ফোনটির মতোই হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: জেনে নিন Samsung Galaxy S23, Galaxy S23 Plus এবং Galaxy S23 Ultra স্মার্টফোনের অফার ডিটেইলস

Realme 10 Pro 5G

Realme 10 Pro 5G ফোনটিতে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.72-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি Snapdragon 695 5G চিপসেটে রান করে। এর সঙ্গে এই ফোনে 6GB / 8GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরযুক্ত রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here