Realme 10 সিরিজ লঞ্চ কনফার্ম, নভেম্বরে লঞ্চ হবে তিনটি নতুন Realme মোবাইল

Realme কোম্পানি এখনও পর্যন্ত তাদের Realme 9 সিরিজে 7টি স্মার্টফোন মডেল লঞ্চ করেছে, যা বিভিন্ন বাজেট এবং স্পেসিফিকেশন সহ মার্কেটে পাওয়া যায়। এবার কোম্পানি তাদের এই নম্বর সিরিজটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে Realme 10 সিরিজ চালু করতে চলেছে। Realme 10 সিরিজ ভারতে পরের মাসে অর্থাৎ নভেম্বরে লঞ্চ হবে এবং এই realme 10-এর অধীনে, realme 10 Pro এবং realme 10 Pro + স্মার্টফোন লঞ্চ হতে পারে। আরও পড়ুন: এবার বাড়িতেই তৈরি করে নিন স্মার্ট থিয়েটার, দেখে নিন বড় ডিসপ্লে সহ সেরা স্মার্ট টিভির তালিকা

Realme 10 সিরিজ লঞ্চ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন Realme এর VP মাধব শেঠ। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তার টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছেন যে কোম্পানি নভেম্বর মাসেই টেক মার্কেটে Realme 10 সিরিজ লঞ্চ করতে চলেছে। পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন যে Realme 10 সিরিজে পারফরম্যান্স, ডিজাইন এবং ডিসপ্লের নতুন কৌশল দেখা যাবে।

realme 10 Pro plus

কোম্পানির তরফ থেকে বর্তমানে এই সিরিজে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলির নাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য দেওয়া হয়নি, তবে লিক হওয়া রিপোর্ট অনুযায়ী Realme 10 Pro Plus এই সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হবে এবং এই Realme মোবাইলটি MediaTek Dimensity 1080 চিপসেট সহ লঞ্চ করা হবে। Realme 10 স্মার্টফোনে MediaTek Helio G99 চিপসেট থাকবে বলেও জানা গেছে। আরও পড়ুন: এই দিন ওটিটিতে মুক্তি পাবে Brahmastra, সিনেমাহলের পর এবার এই প্ল্যাটফর্মে হবে ধামাকা

Realme 8 Pro

Realme 10 Pro+ সম্পর্কে বলা হয়েছে যে এই স্মার্টফোনটি 67W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে, যার সাথে 5,000 mAh ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে Realme 10 এও
5,000 mAh ব্যাটারি থাকবে। তবে এই স্মার্টফোনটি 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।Realme 10 Pro Plus-এ 120 Hz রিফ্রেশরেট স্ক্রিনের পাশাপাশি, 50 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর থাকবে।

Realme 10 সিরিজের লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত হতে কোম্পানির পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। আশা করা হচ্ছে যে এই সিরিজের ফোনগুলি 13 হাজার টাকার বাজেটে লঞ্চ হতে পারে এবং সবচেয়ে বড় মডেলটির দাম প্রায় 25 হাজারের কাছাকাছি হতে পারে। আরও পড়ুন: সিকিউরিটি এবং প্রাইভেসির দিক থেকে Google Chrome এর থেকে ভালো এই ব্রাউজারগুলি, দেখে নিন তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here