ভারতে লঞ্চ হল সস্তা 5G স্মার্টফোন Realme 12x, পাওয়া যাবে দারুণ ফিচার

রিয়েলমি ভারতে তাদের 5G ফোনের ফ্যানদের জন্য একটি নতুন অপশন নিয়ে এসেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে ভারতে Realme 12x 5G লঞ্চ করা হয়েছে। এই ফোনে সুন্দর ডিজাইনের পাশাপাশি দারুণ কিছু স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। এই ফোনে 5000mAh ব্যাটারি, 45 ওয়াট ফাস্ট চার্জিং, ডায়মেনসিটি 6100+ চিপসেট, ডায়নামিক বাটন এবং এয়ার জেস্চারের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

Realme 12x 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: ফি ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশ রেট ও 950 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Realme 12x ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: ভারতে এই ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সহ পেশ করা হয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের মেমরি 2টিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে LPDDR4X RAM + UFS 2.2 Storage দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলসিডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Realme 12X 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 30 মিনিট চার্জে 0 থেকে 50% পর্যন্ত চার্জ হতে সক্ষম।

অন্যান্য: এই ফোনে Air Gesture ফিচার দেওয়া হয়েছে। ফোনটির থিকনেস 7.69mm এবং ওজন 188 গ্রাম। এতে IP54 রেটিং, 3.5mm অডিও জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং VC Cooling টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়া স্তেব্ল কানেক্টিভিটির জন্য এতে 9 5G ব্যান্ড দেওয়া হয়েছে।

Realme 12x 5G ফোনের দাম এবং সেল

  • মার্কেটে Realme 12x 5G ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। এতে 4GB RAM + 128GB স্টোরেজ, 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ যোগ করা হয়েছে।
  • Realme 12x 5G ফোনের বেস মডেল 11,999 টাকা, মিড মডেল 13,499 টাকা এবং টপ মডেল 14,999 টাকা দামে পেশ করা হয়েছে।
  • এই ফোনের দামে 1,500 টাকা ডিসকাউন্ট অফারও পাওয়া যাচ্ছে। ফলে এই ফোনের তিনটি মডেল যথাক্রমে 10,999 টাকা, 11,999 টাকা এবং 13,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • আজ সন্ধ্যা 6:00 থেকে 8:00 পর্যন্ত ফ্লিপকার্ট এবং কোম্পানির অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনের আর্লি বার্ড সেল অনুষ্ঠিত হতে চলেছে।
  • Realme 12x 5G ফোনটি উডল্যান্ড গ্রীন এবং টোয়াইলাইট পার্পল কালারে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here