23 এপ্রিল লঞ্চ হবে 100 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Lenovo Z6 Pro, এতে থাকছে 5G সাপোর্ট

Lenovo কোম্পানির আগামী স্মার্টফোন Z6 Pro সম্পর্কে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলে আসছে এবং প্রতিবারই কোনো না কোনো নতুন তথ্য জানা যায়। সর্বপ্রথম জানা যায় এই ফোনটি কোয়ালকমের সবচেয়ে নতুন চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করতে পারে। এবার শোনা গেছে এই ফোনে 5জি সাপোর্ট দেওয়া হতে পারে। আজ Lenovo Z6 Pro সম্পর্কে একটি বড় খবর পাওয়া গেছে। জানা গেছে কোম্পানি এতে 100 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে পেশ করা হতে পারে। আরও শোনা গেছে এই ফোনটি আগামী সপ্তাহে 23 এপ্রিল এই ফোনটি লঞ্চ করা হবে। আপাতত ফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ করা হবে, তবে এর ফিচারের জন্য ভারতীয় টেক প্রেমীরাও এই ফোনটি নিয়ে যথেষ্ট উৎসাহিত।

OnePlus 7 এর প্রথম টিজার এল সামনে, ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে হবে লঞ্চ

Lenovo Z6 Pro ফোনটির একটি ফোটো কোম্পানি নিজে শেয়ার করে, যার থেকে জানা যায় এই ক‍্যামেরায় চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। স‍্যামসাঙের পর এটি দ্বিতীয় কোম্পানি হতে চলেছে যা কোয়াড ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করা হবে। কোম্পানি 48 মেগাপিক্সেলের মেইন সেন্সরের কথা জানিয়েছে। এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি এই ফোনটি 100 মেগাপিক্সেল ক‍্যামেরায় ফোটো তুলবে কি না, তবে এটি নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে। কোম্পানির শেয়ার করা ব‍্যাক প‍্যানেলের মাধ্যমে ফোনটির ডিজাইন সম্পর্কে জানা যায়। ফোনটির লাল গ্ৰেডিয়েন রং দেখানো হয়েছে। এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ‌ও একটু অন‍্য ধরনের। তিনটি ক‍্যামেরা সেন্সর এক সঙ্গে আছে এবং একটি সেন্সর একটু দূরে অবস্থিত। মনে করা হচ্ছে এটি টিওএফ সেন্সর হবে যা ডেপ্থ সেন্সিঙের কাজ করবে।

এই তথ্য কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করেন। এর সঙ্গে তিনি এনটুটু বেঞ্চমার্কের স্কোর‌ও শেয়ার করেন, যেখানে ফোনটি 4,03,077 পর্যন্ত স্কোর পেতে সফল হয় এবং এটি আজ পর্যন্ত বেস্ট বলা হচ্ছে। স্কোরের সঙ্গে ফোনটির মডেল নাম্বার‌ও দেওয়া হয়েছে, যেখানে ফোনটির মডেল নাম্বার এল78051। এই মডেল নাম্বার এর আগে চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে দেখা গেছে। কোম্পানির প্রেসিডেন্ট একটি ভিডিও শেয়ার করেন যেখানে স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট ও হাইপার ভিডিও শুটের কথা বলা হয়।

BSNL ফেরবদল করল তাদের প্ল‍্যানে, এখন পাওয়া যাবে আগের থেকে বেশি ভ‍্যালিডিটি

কোম্পানি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানায়নি, তবে আগের কিছু লিকে Lenovo Z6 Pro তে 5G সাপোর্ট দেওয়ার কথা জানা গেছে। এর সঙ্গে এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here