6 জানুয়ারি লঞ্চ হবে Realme 5i, জানা গেল দাম

টেক কোম্পানি রিয়েলমি কিছু দিন আগে জানিয়েছিল তারা তাদের Realme 5i ফোনটি আগামী 6 জানুয়ারি লঞ্চ করবে। এই ফোনটি সবার আগে ভিয়েতনামে লঞ্চ করা হবে। তবে ডিভাইসটির ভারতে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। অফিসিয়াল লঞ্চ ডেট পেশ হ‌ওয়ার পর ফোনটি Geekbench এ স্পট করা হয়েছে, যেখান থেকে ফোনটির স্পেসিফিকেশন‌ও জানা গেছে।

আরও পড়ুন : 8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 16 জানুয়ারি ভারতে লঞ্চ হবে OPPO F15

অন‍্যদিকে ফোনটির দাম‌ও জানা গেছে। আসলে লঞ্চের আগেই Realme 5i ফোনটি ভিয়েতনামের ওয়েবসাইট FPTShop এ লিস্টেড করে দেওয়া হয়েছে। সেখানে ফোনটির যা দাম বলা হয়েছে ভারতীয় টাকায় তা প্রায় 13,000 টাকার সমান। দাম দেখে মনে করা হচ্ছে কোম্পানি Realme 5 এর ছোট ভার্সন হিসেবে Realme 5i লঞ্চ করবে।

গীকবেঞ্চে Realme 5i ফোনটি RMX2030 মডেল নাম্বারের সঙ্গে স্পট করা গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 4 জিবি র‍্যাম দেওয়া হবে এবং ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করবে। এছাড়া লিস্টিং থেকে আরও জানা গেছে এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইসহ কালার ওএস 6 দেওয়া হবে।

আরও পড়ুন : ভারতে আসতে চলেছে Honor 9X, এতে থাকবে 8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 48 মেগাপিক্সেল রেয়ার ও পপ-আপ সেলফি ক‍্যামেরা

আবার রিয়েলমির এই আগামী ফোন Realme 5i গীকবেঞ্চে সিঙ্গেল কোরে 314 এবং মাল্টি কোর টেস্টে 1389 স্কোর পেয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি রিয়েলমি ভিয়েতনামের ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করা হয়েছিল, যার থেকে জানা যায় সেখানে Realme 5i ফোনটি 6 জানুয়ারি লঞ্চ করা হবে।

ডিজাইন

এছাড়াও প্রকাশিত ফোটো থেকে ফোনটির ডিজাইন জানা গেছে। ফোটোয় ফোনটি গ্ৰিন ও ব্লু কালারে দেখা গেছে। দুটি কালার ভেরিয়েন্টের‌ই ব‍্যাক প‍্যানেলে গ্ৰেডিয়েন্ট ফিনিশ দেওয়া হয়েছে। Realme 5i এর রেয়ার প‍্যানেলের ডিজাইন কোম্পানির ডায়মন্ড কাট ডিজাইনের থেকে আলাদা হবে। প্রসঙ্গত এই ডায়মন্ড কাট ডিজাইন Realme 5 ও Realme 5s এর ক্ষেত্রে দেখা গেছে।

আরও পড়ুন : শুরু হল Realme 2020 সেল, মাত্র 5,999 টাকা দামে পাওয়া যাবে Realme স্মার্টফোন

স্পেসিফিকেশন

Realme 5i সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট ও লিক অনুযায়ী এই ফোনটির মডেল নাম্বার RMX2030। এই ফোনটি 6.5 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী Realme 5i ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। একটি ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Realme 5i তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। লিক অনুযায়ী ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের‌ই একটি ম‍্যাক্রো লেন্স থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য Realme 5i তে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে।

আরও পড়ুন : দেখে নিন 2019 সালে ভারতীয়রা কোন ফিল্ম, গান, পার্সোনালিটি এবং নিউজ Google এ সবচেয়ে বেশি সার্চ করেছে?

রিয়েলমি তাদের এই আগামী ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6 এর সঙ্গে পেশ করতে পারে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এন‌এম টেকনিকে তৈরি স্ন‍্যাপড্রাগন 665 এস‌‌ইই চিপসেটে রান করবে। প্রকাশিত ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে। এক‌ইভাবে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 5i তে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেখা যেতে পারে। Realme 5i ফোনটি গ্ৰিন ও ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here