4,230 এম‌এএইচ ব‍্যাটারী, নচ ডিসপ্লে ও ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল রিয়েলমি সি1, দাম 6,999 টাকা

ওপ্পোর সাব ব্র‍্যান্ড রিয়েলমির এই মুহূর্তে গতিবিধি দেখে মনে হচ্ছে কোম্পানি এখন শাওমিকে প্রতিটি সেগমেন্টে কড়া টক্কর দিতে চলেছে। রিয়েলমি 1 ও রিয়েলমি 2 এর মাধ্যমে কোম্পানি 10 হাজারের সেগমেন্টে এন্ট্রি নিয়ে শাওমিকে টক্কর দিয়ে দিয়েছে। আজ কোম্পানি রিয়েলমি 2 প্রো লঞ্চ করে শাওমি রেডমি নোট 5 প্রো ও মি এ2 এর সামনে কড়া চ‍্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আজ কোম্পানি রিয়েলমি 2 প্রোর সঙ্গে লো বাজেট সেগমেন্টে একটি ফোন লঞ্চ করে রেডমি 6এ কে মুশকিলে ফেলে দিয়েছে। কোম্পানি রিয়েলমি সি1 পেশ করে ইউজারদের কম বাজেটে নচ ডিসপ্লে উপহার দিয়ে দিয়েছে। ভারতীয় বাজারে রিয়েলমি সি1 এর দাম 6,999 টাকা রাখা হয়েছে এবং ফোনটি আগামী 11ই অক্টোবর থেকে সেল শুরু হবে।

রিয়েলমি সি1 এ 6.2 ইঞ্চির এইচডি+ স্ক্রিন পাওয়া যাবে। কোম্পানি এই ফোনটি 19:5 আসপেক্ট রেশিওযুক্ত নচ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। আপাতত ফোনটির কোটিং সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে এবং এতে 1.8 গিগাহার্টসের কোর্টেক্স এ53 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 506 জিপিইউ দেওয়া হয়েছে।

এই ফোনে 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এতে মেমরি কার্ড সাপোর্ট করে ও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মেমরি বাড়ানো যাবে। ভালো স্পেসিফিকেশনের সঙ্গে কোম্পানি এতে দুর্দান্ত ক‍্যামেরা দিয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের একটি ক‍্যামেরা সেন্সর 13 মেগাপিক্সেলের ও অপরটি 2 মেগাপিক্সেলের।

সেলফির জন্য রিয়েলমি সি1 এ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তবে ফেস আনলক ফিচারের ব‍্যবহার করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে বড় শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হয়েছে। এতে 4,230 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

রিয়েলমি সি1 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এর সময় এতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ও ওয়াইফাই হটস্পটের মত বেসিক কানেক্টিভিটি ফিচার পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here