এবার নিরাশ হতে হবে রিয়েলমি ফ‍্যানদের, 1000 টাকা দাম বাড়ছে লো বাজেটের Realme C21Y স্মার্টফোনের

রিয়েলমি গত আগস্ট মাসে ভারতে 5000mAh battery, 13MP Camera ও Unisoc T610 চিপসেটসহ লো বাজেট ক‍্যাটাগরিতে Realme C21Y ফোনটি লঞ্চ করেছিল। দুটি ভেরিয়েন্টে পেশ করা এই ফোনটি 8,999 টাকা প্রাথমিক দামে সেল করা হয়। কিন্তু কোম্পানির এই সস্তা ফোনটির ফ‍্যানদের জন্য খারাপ খবর আছে। কোম্পানির পক্ষ থেকে Realme C21Y ফোনটির দাম 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Xiaomi 11 Lite NE, Mi 11X এবং Mi 11X Pro স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 9,000 টাকা পর্যন্ত অসাধারণ ডিসকাউন্ট

Realme C21Y এর দাম

কোম্পানি তাদের Realme C21Y ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছিল। ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র‍্যাম ও 32 মেমরি আছে এবং বড় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 3GB র‍্যাম ভেরিয়েন্ট 8,999 টাকা এবং 4GB র‍্যাম ভেরিয়েন্ট 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু বর্তমানে কোম্পানি এই ফোনের উভয় ভেরিয়েন্টের দাম 1,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে ফোনটির 3GB র‍্যাম ও 32GB স্টোরেজ এবং 4GB র‍্যাম ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম বেড়ে যথাক্রমে 9,999 টাকা ও 10,999 টাকা হয়ে গেছে।

Realme C21Y এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Realme C21Y ফোনটি 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনের স্ক্রিনের পীক ব্রাইটনেস 400 নিটস। ফোনটির ডায়মেনশন 164.5 × 76 × 9.1 এম‌এম এবং ওজন 200 গ্ৰাম। Realme C21Y ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Unisoc T610 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালি-জি52 জিপিইউ রয়েছে।

আরও পড়ুন: Jio এর বাজিমাত, টেস্টিং করল দেশীয় 5G কানেক্টেড ড্রোন

ফোটোগ্রাফির জন্য Realme C21Y তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে অবস্থিত এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 2 মেগাপিক্সেলের একটি ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের‌ই ব্ল‍্যাক অ্যান্ড হোয়াইট লেন্স যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme C21Y তে 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি ব্লু এবং ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here