এখন আরও সস্তা Realme C30s স্মার্টফোন, আজ থেকে কেনা যাবে মাত্র 6999 টাকার বিনিময়ে

Highlights

  • এখন থেকে Realme C30s এর দাম মাত্র 6,999 টাকা।
  • কোম্পানি ফোনটির দাম 500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে।
  • ফোনটির সবকটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই এই প্রাইস কাট প্রযোজ্য।

ভারতের বাজারে লো বাজেট সেগমেন্টে নিজেদের অধিপত্য বিস্তারের জন্য গত বছর অর্থাৎ 2022 এর সেপ্টেম্বর মাসে রিয়েলমি তাদের ‘সি’ সিরিজে Realme C30s স্মার্টফোন পেশ করেছিল। 4GB RAM, 64GB Storage এবং 5,000mAh Battery এর মতো ফিচারযুক্ত এই এন্ট্রি লেভেল ফোনটির দাম এবার 500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ফোনটির সবকটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই এই প্রাইস কাট প্রযোজ্য। Realme C30s ফোনটির নতুন দাম সম্পর্কে নিচে আলোচনা করা হল। আরও পড়ুন: লঞ্চ হল Realme-এর Coca-Cola এডিশন, রইল ছবি এবং স্পেসিফিকেশন

Realme C30s এর দাম

পুরনো দাম

  • 2GB RAM + 32GB storage = 7,499 টাকা
  • 4GB RAM + 64GB storage = 8,999 টাকা

নতুন দাম

  • 2GB RAM + 32GB storage = 6,999 টাকা
  • 4GB RAM + 64GB storage = 8,499 টাকা

ভারতে Realme C30s ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। ফোনটির বেস ভেরিয়েন্টে 2GB RAM ও 32GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4GB RAM এর সঙ্গে 64GB মেমরি রয়েছে। এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 7,499 টাকা এবং 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এখন 500 টাকা প্রাইস কাতের পর উভয় ভেরিয়েন্টের দাম যথাক্রমে 6,999 টাকা এবং 8,499 টাকা হয়ে গেছে। এই ফোনটি Blue এবং Green কালারে সেল করা হয়।

Realme C30s এর স্পেসিফিকেশন

  • 6.5″ HD+ display
  • 4GB RAM + 64GB storage
  • Unisoc T612 Processor
  • 8MP Rear + 5MP Selfie Camera
  • 10W 5,000mAh battery

এই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, এই ফোনে 6.5-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে,যার রিফ্রেশরেট 120Hz। এছাড়াও এই ফোনটিতে রয়েছে অক্টা কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি 2GB এবং 4GB RAM এর পাশাপাশি 32GB এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্ট সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ বাড়ানো যাবে। আরও পড়ুন: জেনে নিন E Shram Card ডাউনলোড করার সবথেকে সহজ উপায়

এছাড়াও, ফটোগ্রাফির জন্য Realme C30S ফোনের ব্যকে একটি 8MP AI ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের ফ্রন্টে একটি 5MP ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক ক্যামেরায় Beauty, Filter, HDR, প্যানোরামিক ভিউ, পোর্ট্রেট, টাইমল্যাপস, এক্সপার্ট, সুপার নাইট এর মতো ফিচারগুলি দেওয়া হয়েছে।

ক্যামেরায় Beauty, Filter, HDR ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে 10W চার্জিং সাপোর্ট পাওয়া যায়। Realme C30S ফোনে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও এই ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচার এর সাপোর্ট রয়েছে। আরও পড়ুন: সবথেকে ক্ষুদ্রতম রকেট লঞ্চ করল ISRO, এবার NASA এর থেকেও বহুগুণ সস্তা হবে আমাদের স্পেস মিশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here