জেনে নিন E Shram Card ডাউনলোড করার সবথেকে সহজ উপায়

কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প পেশ করে। ঠিক একই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার প্রবাসী শ্রমিক, নির্মাণ কাজে যুক্ত শ্রমিক, স্ট্রিট ভেন্ডার, বিউটিশিয়ান এবং হস্তশিল্প শ্রমিকদের জন্য ই-শ্রমিক কার্ড নিয়ে এসেছে। এই কার্ডের মাধ্যমে শ্রমিকরা একাধিক সুযোগ-সুবিধা পাবেন। আপনি যদি এইসব কাজের সাথে যুক্ত হন এবং ই-শ্রম কার্ডের জন্য রেজিস্টার করলেও কার্ডটি ডাউনলোড না করে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার অনেক কাজে আসবে। কারণ এই পোস্টে আপনাদের ই-শ্রম কার্ড ডাউনলোড করার সহজ উপায় সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: সবথেকে ক্ষুদ্রতম রকেট লঞ্চ করল ISRO, এবার NASA এর থেকেও বহুগুণ সস্তা হবে আমাদের স্পেস মিশন

E-Shram কার্ড ডাউনলোড করার উপায়

স্টেপ 1: সবার প্রথমে আপনাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

স্টেপ 2: ই-লেবার কার্ডের জন্য তৈরি এই বিশেষ ওয়েবসাইটের হোম পেজে, আপনাকে ‘আপডেট’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপডেটে ক্লিক করার পরে, হোম পেজে আপনাকে UAN নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড দিয়ে ‘GENERATE OTP ‘তে ক্লিক করতে হবে।

স্টেপ 4: OTP দেওয়ার পরে আপনাকে প্রোফাইল আপডেট এবং কার্ড ডাউনলোডের অপশন দেখানো হবে। ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি সহজেই আপনার ই-শ্রম কার্ড ডাউনলোড করতে পারবেন।

E-Shram কার্ড রেজিস্ট্রেশন

ভারত সরকারের অধীনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পরিবারকে সাহায্য করার জন্য 2022 সালে E-Shram যোজনা চালু করেছে। এর আওতায় সরকার শ্রমিকদের দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থান দেবে। এই পরিকল্পনার সুবিধা পাওয়ার জন্য শ্রমিকদের অফিসিয়াল পোর্টালে গিয়ে রেজিস্টার করতে হবে। এই পোস্টে আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Ather ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ড, কোম্পানির তরফে জানানো হল বড় বিষয়

E-Shram কার্ড রেজিস্ট্রেশনের প্রসেস

স্টেপ 1: প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে (eshram.gov.in) যেতে হবে।

স্টেপ 2: হোম পেজে, ‘Register On E-Shram অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর ক্যাপচা দিয়ে এবং ‘Send OTP’ অপশনে ক্লিক করুন।

স্টেপ 4: আপনার ফোনে প্রাপ্ত ‘OTP’ লিখুন এবং ই-শ্রমের জন্য রেজিস্ট্রেশন ফর্ম খুলুন।

স্টেপ 5: রেজিস্ট্রেশন ফর্মে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য সচেতন ভাবে পূরণ করুন এবং ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে।

E-Shram কার্ডের জন্য কারা রেজিস্ট্রেশন করতে পারবেন?

E-Shram কার্ডের জন্য 16 থেকে 59 বছর বয়সী ভারতীয় নাগরিকরা রেজিস্ট্রার করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পরে, আপনি একটি 12 সংখ্যার ইউনিক নম্বর পাবেন। এর সাহায্যে আপনি সরকার কর্তৃক শ্রমিকদের জন্য পরিচালিত বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারেন। আরও পড়ুন: 30 দিন চলবে Airtel এর এই রিচার্জ প্ল্যানগুলি, কলিং এবং ডেটার কোনও অভাব হবে না

E-Shram কার্ড রেজিস্ট্রেশনের জন্য এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে

  • আপনার মোবাইল নম্বর আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে।
  • এর পাশাপাশি আপনার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • এই কার্ডের জন্য আপনার বয়স 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে।
  • এর সাথে, আপনার EPFO/ESIC বা NPC অ্যাকাউন্ট থাকা চলবে না।

E-Shram কার্ডের সুবিধা

  • এই প্রকল্পের উদ্দেশ্য হল অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষা এবং পরিষেবা উন্নত করা।
  • E-Shram কার্ড রেজিস্ট্রেশনের পরে, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে 2 লক্ষ টাকার একটি দুর্ঘটনা বীমা কভার পাবেন।
  • জরুরি অবস্থা বা জাতীয় মহামারীতে কার্ডধারীরা প্রয়োজনীয় সহায়তা পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here