ভারতে লঞ্চ হতে চলেছে Realme C63, BIS সাইটে লিস্টেড হল এই স্মার্টফোন

গ্লোবাল বাজারে সম্প্রতি রিয়েলমি তাদের সি65 স্মার্টফোনটি লঞ্চ করেছে। তবে এবার ভারতীয় বাজারে সি সিরিজের অধীনে নতুন স্মার্টফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি ফোনটিকে Realme C63 নামে বাজারে লঞ্চ করতে পারে। ভারতের ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনটি দেখার পর এই খবর আরও জোরালো হয়ে উঠেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন লিস্টিং সম্পর্কে।

Realme C63 এর BIS লিস্টিং

  • Realme C63 স্মার্টফোনটি ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড (BIS) সার্টিফিকেশন ডেটাবেসে RMX3939 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়ার পর Realme C63 ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • জানিয়ে রাখি এর আগেও এফসিসি সহ অন্যান্য সার্টিফিকেশন সাইটে এই স্মার্টফোনটি দেখা গেছে।
  • সমস্ত প্ল্যাটফর্মে লিস্টেড হতে দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে।

Realme C63 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এফসিসি লিস্টিং অনুযায়ী Realme C63 ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। চার্জিঙের জন্য ফোনটিতে 45W SuperVOOC চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা FV-5 লিস্টিঙের ডিটেইলস অনুযায়ী Realme C63 ফোনটিতে 35 মিমি ফোকাল লেন্থ, এফ/1.8 অ্যাপার্চার, 4096 × 3072 পিক্সেল রেজোলিউশন সহ 50MP প্রাইমারি ক্যামের দেওয়া হতে পারে। তবে ফোনটির ফ্রন্ট সাইটে f/1.8 অ্যাপার্চারযুক্ত 8MP লেন্স যোগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • এফসিসি প্ল্যাটফর্মে লিস্টিঙের ডিটেইলস অনুযায়ী নতুন Realme C63 ফোনটি প্লাস্টিক এবং ভেগান লেদার ডিজাইন সহ বাজারে পেশ করা হতে পারে।
  • এই ফোনটির প্লাস্টিক মডেলের ওজন 189 গ্রাম এবং ডায়মেনশন 167.26 x 76.67 x 7.74 মিমি হবে বলে জানা গেছে। তবে লেদার মডেলের ওজন 191 গ্রাম এবং ডায়মেনশন 167.26 x 76.67 x 7.79 মিমি হতে পারে।
  • এফসিসি লিস্টিং অনুযায়ী এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং Realme UI সহ পেশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here